চুনারুঘাট উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত
আই টিভি ডেস্ক
চুনারুঘাট উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মাসুদ চৌধুরী উচ্চ বিদ্যালয় কলেজের অধ্যক্ষ ফজলুল হক তরফদার নির্বাচিত হয়েছেন। ৩০ ই ডিসেম্বর সোমবার বিকাল দুইটায় ডিসিপি উচ্চ বিদ্যালয়ের মাঠে সংগঠন এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ লিয়াকত হাসান। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে কাউন্সিল অধিবেশনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফজলুল হক তরফদার কে সভাপতি হিসেবে নির্বাচিত ঘোষণা করেন অগ্রণী উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক ও প্রধান নির্বাচন কমিশনার বাবু পংকজ নাহা। এসময় তিনি সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে একাধিক প্রার্থী থাকায় আগামী ১৬ ই জানুয়ারি বৃহস্পতিবার উক্ত দুই পদে নির্বাচনের তারিখ ঘোষণা করেন। নির্বাচিত হওয়ায় পর নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে ফজলুল হক তরফদার বলেন, শিক্ষকরা আমার প্রতি যে আস্থা ও বিশ্বাস রেখেছেন আমি নিজের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে তাদের এই আস্তা ও বিশ্বাসের মর্যাদা রাখার চেষ্টা করব।
Leave a Reply