সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক ১৮ জন বাংলাদেশি পুশইন
মোঃ মাসুদ আলম, চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:
ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের সময় ১৮ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)। ২৬ মে ভোর আনুমানিক ৫:৩০ মিনিটে চুনারুঘাট থানাধীন ৯নং রানীগাঁও ইউনিয়নের কালেঙ্গা/মান্নান নগর টিলা ১৯৫৫/৯ এস পিলার সংলগ্ন স্থান থেকে তাদের আটক করা হয়। সীমান্ত মেইন পিলার ১৯৫৫/৯ এস থেকে প্রায় ২.৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মন্নান পাড়া নামক স্থানে এই আটকের ঘটনা ঘটে। আটককৃতদের মধ্যে ৭ জন পুরুষ, ৯ জন মহিলা এবং ২ জন মেয়ে শিশু রয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, আটককৃতরা বিগত ১৫-১৬ বছর ধরে ভারতে অবস্থান করছিলেন এবং সেখানে ইট ভাটায় কাজ করতেন। জানা গেছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক তাদের বাংলাদেশে “পুশইন” করা হয়েছে।
আটককৃতদের পরিচয়
কুড়িগ্রাম জেলার বাগেশ্বরী থানার হানুয়াবাদ গ্রাম থেকে আটক ১০ জন
* লোকমান (৬৫), পিতা- মৃত খলিলুর রহমান
* কিসিমন (৫৪), লোকমানের স্ত্রী
* ইসলাম (২৬), লোকমানের ছেলে
* ইসমাইল (২৪), লোকমানের ছেলে
* আফরোজ (২৯), লোকমানের মেয়ে
* নিলুফা (১১), লোকমানের মেয়ে
* জেসমিন (২৩), লোকমানের ছেলের স্ত্রী
* রেশমা (৫), লোকমানের ছেলের মেয়ে
* কাকলি বেগম (২২), লোকমানের ছেলের স্ত্রী
* শাহজামাল (০২), লোকমানের ছেলের ছেলে
কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি থানার শিমুলবাড়িয়া গ্রাম থেকে আটক ৫ জন
* আবুল (৫২), পিতা- মৃত কন্দরিয়া
* জাহানারা (৪০), আবুলের স্ত্রী
* জাহানুর আলম (১৪), আবুলের ছেলে
* রবিউল (১৪), আবুলের ছেলে
* লিপা (১৯), আবুলের ছেলের স্ত্রী
কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি থানার নাগদাহ গ্রাম থেকে আটক ৩ জন
* ওবাইদুর (৫০), পিতা- নূর মোহাম্মদ
* ফাতেমা (৪৫), ওবাইদুরের স্ত্রী
* ইয়াসমিন (১৪), ওবাইদুরের মেয়ে
এই আটকের ঘটনা সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির কঠোর অবস্থান রয়েছে।
Leave a Reply