মাধবপুর-চুনারুঘাটের বিতর্কিত কনটেন্ট নির্মাতাদের বিরুদ্ধে প্রতিবাদের ডাক, প্রতিবাদকারীকে তুলে নেওয়ার হুমকি
সোহাগ মিয়া, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ
হবিগঞ্জের মাধবপুর ও চুনারুঘাটের সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটর শুক্কুর আলী, শেফালী, বউ ব্যবসায়ী উপাধি প্রাপ্ত শিপন পল্টি নিহা এবং চুনারুঘাট উপজেলার মুক্তা ইব্রাহীম রোস্টার মিজান সহ আরো কিছু সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটরদের বয়কটের ডাকে ফেসবুকে তোলপাড়। মোঃ জহির নামে একজন ফেসবুক ব্যবহারকারী ফেসবুকে পোস্ট করেন, প্রিয় মাধবপুর উপজেলা বাসি এবং পার্শ্ববর্তী উপজেলা চুনারুঘাট বাসি আমাদের এই দুই উপজেলার তাদের জন্য অনেক দূর নাম হচ্ছে ইব্রাহিম মুক্তা শুকুর আলী শেফালী এবং তাদের গ্রুপ আমাদের যুব সমাজ নষ্ট করতাছে তাদেরকে দয়া করে বয়কট করুন এবং আন ফলো করুন তাদের দ্বারা যুব সমাজ একদম নষ্ট হয়ে যাচ্ছে তাদেরকে যেখানে পাবেন সেখানে পিটাবেন তাদের দাঁড়াতে কোন কিছু সমাজে শিক্ষা হবে না। তাছাড়া ও সমাজের সচেতন মহলের অনেক ফেসবুক ব্যবহারকারী তাদের বয়কটের ডাকে সাড়া পোস্ট করেন, ৩০ হাজারের বেশি সদস্য রয়েছে বিউটিফুল মাধবপুর এমন একটি গ্রুপে তাদের বিরুদ্ধে অসংখ্য পোস্ট দেখা যায়। ফেসবুক পোষ্টের জেরে মাধবপুর উপজেলার মোঃ জহির নামের এক ব্যক্তি কে তুলে নেওয়ার হুমকি দিয়েছে চুনারঘাট উপজেলার সমালোচিত কন্টেন্ট ক্রিয়েট ইব্রাহিম, যদি তাহার কোনো প্রমাণ মোঃ জহির দেখাতে পারে নি, মোঃ জহির জানান আমি ফেসবুক পোষ্ট করার পর আমাকে ইব্রাহিম ফোন দিয়ে হুমকি দেয় সে বলে আমাকে ২৪ ঘন্টার ভিতরে তুলে নিবে, এই বিষয়ে নির্ভরযোগ্য কোন তথ্য প্রমাণ মোঃ জহির দেখাতে পারেনি। নাম প্রকাশে অনিচ্ছুক এক কন্টেন্ট ক্রিয়েটর জানান, যারা ফেসবুকে আমাদের কে বয়কট এর পোষ্ট করে তারা আসলে আমাদের নাম ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে চাই, আপনি খোজ নিয়ে দেখেন তারাই আমাদের ভিডিও বেশি বেশি দেখে। এ বিষয়ে অভিযুক্ত কনটেন্ট ক্রিয়েটর ইব্রাহিম মিয়ার কাছে জানতে চাইলে তিনি জানান আমি কাউকে হুমকি দেইনি নিজে ভাইরাল হওয়ার জন্য আমার বিরুদ্ধে এমন অভিযোগ আনছেন তিনি।
Leave a Reply