ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর চুনারুঘাট জোনে ৫০ লক্ষ টাকার বীমা দাবি পরিশোধ ও উন্নয়ন সভা অনুষ্ঠিত
চুনারুঘাট,(হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের চুনারুঘাটে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর চুনারুঘাট জোনের উদ্যোগে আজ এক বর্ণাঢ্য আয়োজনে এফপিআর কার্যক্রমের শুভ উদ্বোধন, ৫০ লক্ষ টাকার বীমা দাবি পরিশোধ এবং উন্নয়ন সভা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। চুনারুঘাট পৌরসভা প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে বিপুল সংখ্যক বীমা গ্রাহক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত এবং গীতা পাঠ করা হয়। এরপর অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর জেনারেল ম্যানেজার ও জোন প্রধান জনাব অজিত চন্দ্র দাস। তিনি চুনারুঘাট জোনের কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেন এবং ভবিষ্যতেও গ্রাহকদের সর্বোচ্চ সেবা প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডেপুটি জেনারেল ম্যানেজার জনাব নির্মল চন্দ্র দেব নাথ, জনাব শফিকুল হক, এবং জনাব মোঃ আব্বাস মিয়া। এছাড়াও বক্তব্য রাখেন জেনারেল ম্যানেজার ও জোন প্রধান জনাব ক্বারী আশরাফ আলী, এভিপি (অবলিখন বিভাগ প্রধান কার্যালয়) জনাব মোঃ আবু ইউনুছ ও জনাব মোঃ রেজাউল হক, এবং ডেপুটি ভাইস প্রেসিডেন্ট ও মনিটরিং ইনচার্জ জনাব মোঃ সেলিম খাঁন। তারা ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের সেবার মান, গ্রাহক সুবিধা এবং বীমা শিল্পের গুরুত্ব তুলে ধরেন। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট পৌরসভার সাবেক মেয়র জনাব নাজিম উদ্দিন শামছু। তিনি তার বক্তব্যে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের জনকল্যাণমূলক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং বীমা সুরক্ষায় মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও এরিয়া ইনচার্জ জনাব মোঃ মফিজুল ইসলাম মাননীয়। তিনি ৫০ লক্ষ টাকার বীমা দাবি পরিশোধের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন এবং সফলভাবে এই অর্থ পরিশোধের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স সবসময় গ্রাহকদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেয় এবং তাদের পাশে থাকে। ভবিষ্যতের জন্য চুনারুঘাট জোনের উন্নয়ন পরিকল্পনা নিয়েও তিনি আলোকপাত করেন। এই আয়োজনের মাধ্যমে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি চুনারুঘাট অঞ্চলের মানুষের কাছে তাদের সেবার মান এবং গ্রাহক অঙ্গীকার আবারও প্রমাণ করলো।
Leave a Reply