চুনারুঘাটে জমি সংক্রান্ত বিরোধের জেরে দোকান ভাঙচুর ও হামলার অভিযোগ
চুনারুঘাট, (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় জমিজমা সংক্রান্ত পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় দুইজন আহত হয়েছেন। এ সময় হামলাকারীরা একটি দোকান ভাঙচুর করে প্রায় ৩০ হাজার টাকার ক্ষতিসাধন করেছে বলে অভিযোগ উঠেছে। গত শনিবার (৩০ আগস্ট, ২০২৫) সকালে উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের আমরোড বাজারে এ ঘটনা ঘটে। হামলায় আহতরা হলেন এমরান আহম্মদের দুই ভাই-মোঃ সফিক মিয়া এবং মোঃ আক্তার হোসেন। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। ভুক্তভোগী এমরান আহম্মদ জানান,অভিযুক্তদের সাথে দীর্ঘদিন ধরে তাদের জমিজমা সংক্রান্ত বিরোধ চলছে। বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মাধ্যমে মীমাংসার চেষ্টা করেও কোনো লাভ হয়নি, কারণ অভিযুক্তরা কোনো ধরনের সামাজিক বিচার-আচার মানতে রাজি নয়। তিনি এই ঘটনার বিচার চাওয়ার কারণে অভিযুক্তরা তার উপর ক্ষিপ্ত হয়ে ওঠে। তিনি আরও বলেন, গত শুক্রবার (২৯ আগস্ট, ২০২৫) রাত আনুমানিক ১০টার দিকে অভিযুক্তরা তার ব্যবসা প্রতিষ্ঠান ‘সৌদিয়া ডেকোরেটার্স’-এ এসে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এসময় বাজারের লোকজন তাকে রক্ষা করেন। এরপরের দিন, শনিবার সকাল ১০টার দিকে অভিযুক্তরা আবারও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার দোকানে হামলা চালায়। তারা দোকানের শাটার লাঠি ও লোহার রড দিয়ে পিটিয়ে ভেঙে ফেলে, যার ফলে প্রায় ৩০ হাজার টাকার ক্ষতি হয়। এমরান আহম্মদ ও তার ভাইয়েরা বাধা দিতে গেলে অভিযুক্তরা তাদের এলোপাতাড়ি মারধর করে। একপর্যায়ে এক অভিযুক্ত সফিক মিয়ার মাথায় আঘাত করার চেষ্টা করলে তিনি হাত দিয়ে ঠেকানোর চেষ্টা করেন। এতে তার ডান হাতের কবজি ভেঙে যায়।
আশপাশের ব্যবসায়ীরা এগিয়ে এলে অভিযুক্তরা চলে যাওয়ার সময় এমরান আহম্মদ ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেয়। এই ঘটনায় এমরান আহম্মদ বাদী হয়ে ৯ জনের বিরুদ্ধে চুনারুঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি প্রশাসনের কাছে এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।
Leave a Reply