ছাত্র আন্দোলন হামলার ঘটনায় যুবলীগ নেতা খেলু মিয়া গ্রেফতার
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:
গত ৫ই আগস্টের ছাত্র আন্দোলনের সময় হামলার অভিযোগে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ৭ নং উবাহাটা ইউনিয়নের ২ নং ওয়ার্ড যুবলীগের দপ্তর সম্পাদক খেলু মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল ১০ই আগস্ট, রাত আনুমানিক সাড়ে ১০টায় শায়েস্তাগঞ্জ এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। খেলু মিয়া তাউশী গ্রামের মোবারক মিয়ার ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, গত ৫ই আগস্ট ছাত্র আন্দোলন চলাকালে খেলু মিয়া হামলায় অংশ নিয়েছিলেন বলে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। সেই অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে। এই গ্রেফতারের পর এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলছেন, খেলু মিয়ার বিরুদ্ধে আরও কিছু অভিযোগ রয়েছে। তবে পুলিশ আপাতত ৫ই আগস্টের ঘটনা নিয়েই তদন্ত চালাচ্ছে।
Leave a Reply