মাধবপুরে এস এম ফয়সল মেধাবৃত্তি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
সৈয়দ আখলাক উদ্দিন মনসুর শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধিঃ
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রি কলেজ প্রাঙ্গনে এস এম ফয়সল মেধাবৃত্তি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার ( ৮ ফেব্রুয়ারি ) সকালে প্রতিবছরের ন্যায় এবার ও বাংলাদেশের সর্ববৃহৎ শিল্প প্রতিষ্ঠান সায়হাম গ্রুপের চেয়ারম্যান, বিশিষ্ট শিল্পপতি, শিক্ষানুরাগী, সমাজ সেবক এস এম ফয়সল মেধাবৃত্তি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা-২০২৫ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সায়হাম টেক্সটাইল মিলস লিমিটেড এর চেয়ারম্যান, হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি বোর্ডের বারবার নির্বাচিত সাবেক সভাপতি ও মাধবপুর উপজেলা পরিষদের বারবার বিপুল ভোটে নির্বাচিত জননন্দিত সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহান এর সভাপতিত্বে এবং সায়হাম গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সল এর প্রধান পৃষ্ঠপোষকতায় স্বাগত বক্তব্য রাখেন, এস এম ফয়সল মেধাবৃত্তি-২০২৫ বাস্তবায়ন কমিটির কো-অর্ডিনেটর ও অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন লিয়াকত হোসেন, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোঃ নজরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ড.মোঃ আল আমিন, সায়হাম মাল্টি ফাইবার টেক্সটাইল মিলস লিমিটেড এর এমডি আলহাজ্ব সৈয়দ এ বি এম হুমায়ুন, সায়হাম গ্রুপের এমডি ইঞ্জিনিয়ার আলহাজ্ব সৈয়দ ইশতিয়াক আহমেদ, সায়হাম নীট কম্পোজিট লিমিটেড এর এমডি আলহাজ্ব সৈয়দ সাফকাত আহমেদ, হবিগঞ্জ পুলিশ সুপার আতিকুল হক, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও ) মোঃ জাহিদ বিন কাশেম, শাহজাহানপুর ইউপি চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী, সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রি কলেজ এর প্রিন্সিপাল জাহির উদ্দিন, দৈনিক সময় কাল এর উপসম্পাদক মাহবুব আজিজ, প্রিন্সিপাল মাওলানা আমির হোসেন, নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ মোঃ জাবেদ, প্রধান শিক্ষক আসাদুজ্জামান প্রমূখ। উক্ত অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা কামরুল হাসান মানিক। অনুষ্ঠান উপস্থাপন করেন শাহরিন জেবিন। ২০২৩-২০২৪ সালের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ছয় শতাধিক উপজেলায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে নগদ ৫ হাজার টাকা, সনদ ও ক্রেস্ট প্রধান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেধাবী শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, সাংবাদিক, জনপ্রতিনিধি, বিভিন্ন পেশাজীবি সহ রাজনৈতিক নেতৃবৃন্দ।
Leave a Reply