বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ১১:০৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে জেল ফেরত কুখ্যাত গাছ চোরের তান্ডব, পাহারাদারকে মারধর করে গাছ লুট চুনারুঘাটে গাছ কাটা নিয়ে বিরোধে ভাইয়ের হাতে ভাই খুন,আটক ১ হবিগঞ্জের চুনারুঘাটে কৃষিজমি খনন ও অবৈধ বালু উত্তোলনে হুমকির মুখে কৃষি, নীরব প্রশাসন দলীয় সিদ্ধান্ত ও গঠনতন্ত্র ভঙ্গের অভিযোগে মিরাশী ইউনিয়ন বিএনপির দুই সদস্য সাময়িক বহিষ্কার চুনারুঘাটে কোরআনের সূরা ব্যঙ্গ: মুক্তা ও ইব্রাহিমের বিরুদ্ধে মামলা, পলাতক আসামিদের ধরতে অভিযান হবিগঞ্জে গাজা ও মদসহ মাদক ব্যবসায়ী আটক গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে চুনারুঘাটে ইসলামী ফ্রন্টে বিক্ষোভ মিছিল সমাবেশ ফিলিস্তিন ও গাজায় নির্বিচারে মুসলিম হত্যার বন্ধে দাবিতে শিমনগরে বিক্ষোভ মিছিল লাশ পড়ে আছে মর্গের এককোণে! ৮কন্যা সন্তানের জনকের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে পড়েছে শায়েস্তাগঞ্জ পৌরসভায় অবহেলা: ৪ মাসেও স্মার্ট কার্ড পায়নি ১০৫০ টিসিবি পরিবার,পণ্য ক্রয় অনিশ্চিত
চুনারুঘাটে স্কুলকক্ষে হামলা: নবম শ্রেণীর ছাত্র আহত, দশম শ্রেণীর ছাত্র বহিষ্কৃত

চুনারুঘাটে স্কুলকক্ষে হামলা: নবম শ্রেণীর ছাত্র আহত, দশম শ্রেণীর ছাত্র বহিষ্কৃত

চুনারুঘাটে স্কুলকক্ষে হামলা: নবম শ্রেণীর ছাত্র আহত, দশম শ্রেণীর ছাত্র বহিষ্কৃত

মোঃ জসিম মিয়া, চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ২ নং আহাম্মদাবাদ ইউনিয়নের রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে আজ বুধবার সকালে এক ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র মোঃ রুমি মিয়া (১৬) এবং বহিরাগত ৩/৪ জনের একটি দল শ্রেণিকক্ষে প্রবেশ করে নবম শ্রেণীর ছাত্র মোঃ নিহাদ তালুকদার (১৫)-কে বেদম মারধর করে গুরুতর আহত করেছে। সকাল ১০টা ৪০ মিনিটে এই অপ্রত্যাশিত ঘটনায় বিদ্যালয় এবং স্থানীয় এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আহত ছাত্র মোঃ নিহাদ তালুকদার বগাডুবি গ্রামের মোঃ সুয়েব মিয়ার (৪৩)-এর পুত্র। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি সামান্য ঘটনাকে কেন্দ্র করে এই হামলার ঘটনা ঘটে, যা বিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশকে মারাত্মকভাবে ব্যাহত করে। হামলার পরপরই স্থানীয় লোকজন দ্রুত নিহাদকে উদ্ধার করে চুনারুঘাট সদর হাসপাতালে নিয়ে যান। এই ঘটনার পর নিহাদের পিতা মোঃ সুয়েব মিয়া চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)-এর কাছে পৃথক দুটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই চুনারুঘাট থানার একটি পুলিশ দল হাসপাতালে গিয়ে আহত ছাত্রের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। থানার ওসি জানিয়েছেন, এই ঘটনাটিকে গুরুত্বের সাথে দেখা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। খুব শীঘ্রই অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি জানান, দশম শ্রেণীর অভিযুক্ত ছাত্র মোঃ রুমি মিয়াকে তাৎক্ষণিকভাবে বিদ্যালয় থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসাথে, ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে অন্যান্য দোষীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধেও কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি নিশ্চিত করেছেন। সরকারি বিদ্যালয়ের মতো একটি শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের সহিংস ঘটনা অত্যন্ত দুঃখজনক এবং এটি বিদ্যালয়ের শিক্ষার পরিবেশের উপর একটি বড় প্রশ্ন চিহ্ন তৈরি করেছে। স্থানীয় সচেতন মহল এবং অভিভাবকবৃন্দ বিদ্যালয় কর্তৃপক্ষ ও প্রশাসনের কাছে দ্রুত তদন্ত করে ঘটনার সাথে জড়িত সকলের উপযুক্ত বিচার নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন। একইসাথে, তারা ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে বিদ্যালয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করারও আহ্বান জানিয়েছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2024 ITOnline24
Design & Developed BY ThemesBazar.Com