‘মানিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
সোহাগ মিয়া, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ
মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের মানিকপুর গ্রামে “মানিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে” বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ফেব্রুয়ারী) দুপুরে বিদ্যালয়ের শহিদ মিনারের সামনে বিদ্যালয়ের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ লায়লা রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর মডেল প্রেসক্লাবের সমাজকল্যাণ সম্পাদক সাংবাদিক সোহাগ মিয়া। এর আগে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন শিক্ষার্থীরা। বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বিশেষ অতিথি ও অন্যান্য শিক্ষকরা। বিশেষ অতিথি বলেন, অন্যান্য বছরের ন্যায় এবারের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার সঙ্গে উদযাপিত হয়েছে। রঙ্গিন কাগজ দিয়ে বিদ্যালয় সাজানো হয়েছিল সুন্দর ভাবে। খেলাধুলা পাশাপাশি গান, নৃত্য বিভিন্ন বিনোদন মূলক অনুষ্ঠান শিক্ষার্থী ও অভিভাবকদের আনন্দে ভিন্নমাত্রা যোগ করেছেন। এসময় উপস্থিত ছিলেন মানিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রীপা পাল, সেলিনা চৌধুরী, শামছিল আরেফিনা, নার্গিস আক্তার, শেখ ফাহমিদা খাতুন, সোমা পাল সহ শিক্ষার্থীদের অভিভাবকগন।
Leave a Reply