সৈয়দ আখলাক উদ্দিন মনসুর শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধিঃ
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় মাওলানা আছাদ আলী নাম পরিবর্তন করে পূর্বের নামে ফিরে পেল সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রি কলেজ। সাত বছর পর নাম ফিরে পাওয়ার পর উপজেলাবাসী, ছাত্র – শিক্ষক, অভিভাবক সহ সকলের মধ্যে আনন্দ উৎসাহ দেখা দিয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক সার্কুলার জারি করে এ তথ্য নিশ্চিত করেন। তৎকালীণ সংসদ সদস্য ও বিমান প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী প্রভাব খাটিয়ে মাধবপুর সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রি কলেজ এর নাম পরিবর্তন করে তাঁর পিতা মাওলানা আছাদ আলী ডিগ্রি কলেজ করেন। এ নিয়ে উপজেলাবাসীর মধ্যে চাপা ক্ষোভ দেখা দিলেও সৈয়দ সঈদ উদ্দিন এর পরিবার প্রতিবাদ করেননি। গত ৫ আগস্ট দেশের প্রেক্ষাপট পরিবর্তন হলে বিক্ষুদ্ধ ছাত্র-জনতা মাওলানা আছাদ আলী নাম-পরিবর্তন করে পূর্বের নাম সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রি কলেজ নাম করণের দাবি করে সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ গুলো পাঠানো হয়। এদিকে কলেজ শিক্ষকরা জানান, মাধবপুর উচ্চ মাধ্যমিক এবং ডিগ্রি পর্যায়ে গ্রামীন এলাকায় শিক্ষা বিস্তারের লক্ষ্যে মাধবপুর উপজেলার পৌর শহরে উত্তর দিকে ব্রিটিশ বিরোধী আন্দোলনের রাজনৈতিক ব্যক্তিত্ব রাজনীতিজ্ঞ প্রাদেশিক পরিষদ সদস্য সৈয়দ সঈদ উদ্দিন এর নামে একটি কলেজ প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠার শুরুতে কলেজের কোনো অবকাঠামো ছিল না। শিক্ষকদের বেতন সহ নানান আর্থিক দৈন্যদশা দেখা দেয়। পরে সৈয়দ সঈদ উদ্দিন এর ছেলে ও নাতিরা”সায়হাম শিল্প গ্রুপের পরিবার”এর মাধ্যমে কলেজের অবকাঠামো সহ এ্যাকাডেমিক ভবন, সীমানা প্রাচীর, শিক্ষকদের বেতন ও যাবতীয় ব্যয়ভার বহন করেন। কলেজটি জাতীয় করণ হওয়ার পর অনার্স-মাস্টার্স ডিগ্রী চালু করা হয়। ২০১৭ সালে হঠাৎ করে সৈয়দ সঈদ উদ্দিন নাম মুছে নাম লিখে মাওলানা আছাদ আলী ডিগ্রি কলেজ। ঐসময় রাজনৈতিক ক্ষমতা অপব্যবহার ও প্রভাব দেখিয়ে বিমান প্রতিমন্ত্রী এডভোকেট পিতার নামে কলেজের নাম করণ করা হয়। সর্বজন গ্রহন যোগ্য শিক্ষাবিদ সৈয়দ সঈদ উদ্দিন এর নাম মুছে ফেলায় মাধবপুর উপজেলা প্রতিটি ইউনিয়ন ও পৌর শহরে মানুষ প্রতিবাদ মুখরিত হয়ে ওঠে। কলেজের তৃতীয় বর্ষের ছাত্র মোজাম্মেল হক বলেন, হঠাৎ করে সৈয়দ সঈদ উদ্দিন কলেজের নাম পরিবর্তন করে ফেলায় হাজার হাজার শিক্ষার্থীদের সনদ নিয়ে জটিলতা মধ্যে পড়েছে। বর্তমানে পূর্বের নামে সৈয়দ সঈদ উদ্দিন কলেজ নাম করণ করায় শিক্ষার্থীরা আনন্দ জেগেছে। কলেজের অধ্যাপক মিজানুর রহমান এ প্রতিনিধিকে বলেন, মহান বিজয়ের মাসে সত্যের জয় হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কলেজের নাম এখন পূর্বের নামে বহাল রেখেছে। এতে সকলেই খুশি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক আব্দুল হাই শিকদার সরকার বলেন, ড়সিন্ডিকেট সভায় মাওলানা আছাদ আলী কলেজ নাম বাদ দিয়ে এখন পূর্বের নামে সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রি কলেজ নাম বহাল রেখে সার্কুলার জারি করা হয়েছে।
Leave a Reply