আই টিভি ডেস্ক
হবিগঞ্জের চুনারুঘাটে শিক্ষা সংস্কৃতি উন্নয়ন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আব্দুর রউফ মেধা অন্বেষণ শিক্ষা বৃত্তি (২০২৪) ইং-এর “বৃত্তি প্রদান অনুষ্ঠান” অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) বিকেলে চুনারুঘাট আইডিয়াল স্কুল এন্ড কলেজে ৩০টি প্রতিষ্ঠানের ৫৭ জন উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের মাঝে মেধা বৃত্তি হিসেবে ক্রেস্ট ও নগদ টাকা প্রদান করা হয়। এ উপলক্ষে স্কুল মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আইডিয়াল স্কুল এন্ড কলেজের সভাপতি কাজী আব্দুল মোছাব্বির। দিননাথ সরকারী উচ্চ বিদ্যালয়ের ইংরেজী শিক্ষক জয়নাল আবেদীনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইডিয়াল স্কুল এন্ড কলেজের পরিচালক মোহাম্মদ আব্দুর রউফ ও তাঁর সহধর্মিনী কানাডা প্রবাসী লুৎফুন্নাহার, সদর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, আইডিয়াল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মোঃ জাহিদুল ইসলাম জুয়েল, পরীক্ষা নিয়ন্ত্রক ইমদাদুল হক চৌধুরী, সহকারী শিক্ষক সাইদুল ইসলাম, হাজী মাহমুদ হোসাইনিয়া জামেয়া ইসলামীয় একাডেমির প্রধান শিক্ষক মাওলানা রায়হান উদ্দিন, সাবেক ওয়ার্ড কাউন্সিলর জালাল আহমেদ, ইসলামী ব্যাংক চুনারুঘাট শাখার ম্যানেজার অপারেশন্স মোঃ মিজানুর রহমান, খোরশেদ মহালদার, সাংবাদিক মোহাম্মদ আলী জিন্নাহ, শেখ মোঃ হারুনুর রশিদ, মোঃ মিজানুর রহমান, মোহাম্মদ সুমন, আই টিভি সম্পাদক মোঃ মাসুদ আলম, ও তোফাজ্জল মিয়া প্রমুখ। প্রসঙ্গত, শিক্ষাই জাতির মেরুদণ্ড আর মেধাবীরা-ই দেশের সম্পদ এই লক্ষ্যে শিক্ষার্থীদের মেধাবী করে গড়ে তুলতে শনিবার (১৬ নভেম্বর) আইডিয়াল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীসহ উপজেলার ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৮১ জন শিক্ষার্থীদের মাঝে অনুষ্ঠিত হয় বৃত্তি পরীক্ষা। উত্তীর্ণ হয় ৫৭ জন। পরীক্ষার পদক্ষেপ নেয় আব্দুর রউফ মেধা অন্বেষণ শিক্ষা বৃত্তি। আব্দুর রউফ উপজেলার মিরাশী ইউনিয়নের আইতন গ্রামের কৃতি সন্তান। গত ৩ বছর যাবৎ চুনারুঘাট উপজেলায় শিক্ষা বৃত্তি কার্যক্রম চালিয়ে আসছে ফাউন্ডেশনটি।
Leave a Reply