আনওয়ারুল উলূম ইসলামিয়া মাদরাসায় ১০ বছর পূর্তি উপলক্ষে ৭০ জন হাফেজ’কে পাগড়ি প্রদান
আই টিভি ডেস্ক
হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার আনওয়ারুল উলূম ইসলামিয়া মাদ্রাসায় দস্তারবন্দী সম্মেলনে বিগত ১০ বছরের হিফজ সমাপনকারী ছাত্রদেরকে পাগরী প্রদান করা হয়। মাদ্রাসার উদ্যোগে ২৯ ও ৩০ ডিসেম্বর দুই দিনব্যাপী ৩২ তম তাফসিরুল কুরআন মহা সম্মেলনে ৭০ জন হিফজ সমাপনকারী ছাত্রদেরকে পাগড়ি পরিধান করান হযরত মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব মুধুপুরী। পাগরী পাওয়া হাফেজ আবু সুফিয়ান মিশকাত নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, প্রথমে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে দীর্ঘ ১০ বছর পর আমাদের একত্রিত করেছেন, এবং পাগড়ী প্রদান করা হয়েছে এতে আমরা খুব আনন্দিত। পাগরী পাওয়া আরেক হাফেজ মেহেদী হাসান তামিম বলেন ১০ বছর পর দস্তারবন্দী মহা সম্মেলনে আজ উপস্থিত হতে পেরে খুবই আনন্দিত বিগত ১০ বছরে আমরা যারা হিফজ পাড়িক হয়েছি আজকে মাদ্রাসার পক্ষ থেকে যে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে এতে আমরা খুবই মুগ্ধ। হিফজ বিভাগের প্রধান শিক্ষক মুতালিবুর রহমান বলেন, আমাদের মাদ্রাসা থেকে স্থানীয় ও জাতীয় পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় হাফেজ শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে পুরস্কার পায়, যার ধারাবাহিকতা বর্তমানে রয়েছে আমরা এই ধারাবাহিকতা ধরে রাখতে চাই। মাদ্রাসার সভাপতি জহুর মিয়া বলেন, আমাদের মাদ্রাসায় এখনো অনেক কাজ অসম্পূর্ণ রয়েছে, মাদ্রাসা’কে আরো এগিয়ে নিতে দেশ ও প্রবাসের সকলের কাছে সহযোগিতা চাই। মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা সালাউদ্দিন বলেন, আমাদের এই মাদ্রাসাটি বাহুবল উপজেলার রশিদপুর ইউনিয়নের সুন্দ্রাটিকি এলাকায় অবস্থিত। প্রতিষ্ঠার পর থেকেই মাদ্রাসাটি অত্যন্ত সুনামের সাথে পরিচালিত হচ্ছে, মাদ্রাসার বর্তমান শিক্ষার্থীর সংখ্যা ৩৫০ জন ও শিক্ষক রয়েছেন ১৬ জন, সারাদেশ থেকে বিভিন্ন বিভাগে শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায়, আমরা নতুন একটি চারতলা বিল্ডিং করার উদ্যোগ নিয়েছি। তিনি আরো বলেন, সকলের সহযোগিতা পেলে খুব দ্রুতই অবশিষ্ট ৪ তলা বিল্ডিং এর কাজ সমাপ্ত করতে পারব। এজন্য তিনি সকলের কাছে সহযোগিতা ছেয়ে মাদ্রাসার ব্যাংক একাউন্ট নাম্বার দিয়ে যার যার অবস্থান থেকে সহযোগিতা করার অনুরোধ করেন
A/C.NO: 20507770215044105
ইসলামী ব্যাংক, বাংলাদেশ লিমিটেড,
বাহুবল, হবিগঞ্জ।
Leave a Reply