মাধবপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইয়াবা সহ মা ও মেয়ে আটক
মোঃ মাসুদ আলম চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধিঃ
হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া রেলস্টেশন সংলগ্ন একটি গ্রামে অভিযান চালিয়ে ৬৮ পিস ইয়াবাসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহিনী। মাধবপুর সেনা ক্যাম্পের কমান্ডারের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে আটককৃতরা সম্পর্কে মা ও মেয়ে। আটককৃতরা হলেন মোছাঃ রিয়া বেগম (৩৮), যার পিতার নাম মৃত বাচ্চু মিয়া এবং তার ১৭ বছর বয়সী মেয়ে মোছাঃ বকুল, যার পিতার নাম শাজাহান মিয়া। উভয়েরই বাড়ি নোয়াপাড়া গ্রামে, যা মাধবপুর থানার অন্তর্ভুক্ত এবং হবিগঞ্জ জেলার অংশ। গোপন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী এই অভিযান পরিচালনা করে এবং ঘটনাস্থল থেকে ৬৮ পিস ইয়াবা উদ্ধার করে। পরবর্তীতে আটককৃত মাদক ব্যবসায়ীদের শায়েস্তাগঞ্জ রেলওয়ে থানার ডিউটি অফিসার এসআই মোঃ লাল মিয়ার কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং মাদক নির্মূলে প্রশাসনের এই তৎপরতাকে স্থানীয়রা স্বাগত জানিয়েছে।
Leave a Reply