আলাউদ্দিন চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধিঃ
চুনারুঘাট উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কাউন্সিল ঘোষণা করা হয়। ৭ ডিসেম্বর রোজ শনিবার দুপুর ১১ ঘটিকায় চুনারুঘাট শিক্ষক সমিতির কার্যালয়ে শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক ইমদাদুল হক চৌধুরীর পরিচালনায় মাধ্যমিক শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ মিয়ার সভাপতিত্বে এক কার্যকরি কমিটির সভা অনুষ্টিত হয়। উক্ত সভায় ৫ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়। আগামী ৩০ ডিসেম্বর নির্বাচন তফসিল ঘোষণা করা হয়। প্রধান নির্বাচন কমিশনে রয়েছেন অগ্রণী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রংকজ নেহা, দক্ষিণা চরণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছাঃ তৈয়বা খাতুন, মোঃ কামাল উদ্দিন আলোর পথ উচ্চ বিদ্যালয়, মাও আবু তাহির একডালা উচ্চ বিদ্যালয়, আব্দুল আওয়াল মিরাশি উচ্চ বিদ্যালয় কে নির্বাচন কমিশনার করে মাধ্যমিক শিক্ষক সমিতির কাউন্সিল ঘোষণা করা হয়। কাউন্সিল ঘোষণার পরে মাধ্যমিক শিক্ষক শিক্ষিকা গণের ভিতরে আনন্দ উল্লাসে মেতে উটেছে পুরো চুনারুঘাটে। তাদের আশা চুনারুঘাটের মাধ্যমিক শিক্ষক সমিতির কাউন্সিল সুষ্ট ও নিরপেক্ষ একটি নির্বাচন হবে যা অতীতে সম্ভব হয়নি। উক্ত সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকাগণ।
Leave a Reply