চুনারুঘাট হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের চুনারুঘাটে উপজাতি জনগোষ্ঠীর সন্তানদের বিদ্যালয় মুখী করা এবং লেখা পড়ার থেকে ঝরে পড়ার কারন উদঘাটনে চুনারুঘাটে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এসেড হবিগঞ্জ নামে একটি বেসরকারি সংস্থার উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে চুনারুঘাট ইকরা টেকনিক্যাল ইনস্টিটিউটে এ কর্মশালার আয়োজন করা হয়। এনটিভি প্রতিনিধি মোহাম্মদ ইসমাইল হোসেন বাচ্চুর পরিচালনায় ও চুনারুঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফারুক উদ্দিন চৌধুরীর সভাপতিত্ব অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন চুনারুঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, মাসুদ চৌধুরী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ফজলুল হক তরফদার আবিদ,সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম তরফদার, হাজী ইয়াসিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর আইয়ুব আলী, বাগবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদুর রহমান চৌধুরী, প্রধান শিক্ষক আব্দুল ওয়াদুদ খান, ডিসিপি হাইস্কুলের সিনিয়র শিক্ষক লিটন সরকার, ব্যবসায়ী নুরুল ইসলাম,সিনিয়র সাংবাদিক মহিদ আহমদ চৌধুরী, সমকাল প্রতিনিধি নুর উদ্দিন সুমন, তরফ বার্তা প্রতিনিধি মিজানুর রহমান উজ্জ্বল মোঃ মাসুদ আলম আই টিভি প্রমুখ। মুল বিষয়াদি উপস্থাপন করেন এসেড হবিগঞ্জের হেড অফ প্রোগ্রাম আশিক ইকবাল। বক্তারা বলেন, উপজাতি জনগোষ্ঠীর সন্তানদের বিদ্যালয়মুখী করতে হলে আগে তাদের অভিভাবকদের সচেতন করা দরকার।দুরবর্তী স্থানে বিদ্যালয়ের অবস্থান,চিত্র বিনোদনের অভাব এবং আর্থিক দৈন্যদশার কারনে তাদের সন্তানরা বিদ্যালয় থেকে সহজে ঝরে পড়ছে বলে জানানো হয়। কর্মশালায়, শিক্ষক,সাংবাদিক, অভিভাবক, জনপ্রতিনিধি সহ সকল পেশার ব্যক্তিবর্গ অংশ নেন।
Leave a Reply