ধর্মের শপথ করে শারিরীক সম্পর্ক,ধর্ষণে সাড়ে ৩ মাসের অন্তঃসত্ত্বা নারী মামলা করে বিপাকে
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার লালচান চা-বাগানের এক যুবকের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতিতে এক বিধবাকে অন্তঃসত্ত্বা করার পর প্রতারণার অভিযোগ উঠেছে। স্বামী ও গর্ভের সন্তানের স্বীকৃতি পেতে চেয়ারম্যান ও সমাজের মুরব্বিদের কাছে বিচার দিয়েও প্রতিকার পাননি ভুক্তভোগী। সম্প্রতি ওই নারী আদালতে ধর্ষণ মামলা দায়ের করলে আসামিরা তাঁকে হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ ওঠা যুবকের নাম খোকন ভৌমিক। তিনি চুনারুঘাট উপজেলার লালচান চা বাগানের তোতারটিপি চাচানিয়া বস্তি এলাকার বাসিন্দা। মামলার এজাহারে বলা হয়, ২০২০ সালে ভুক্তভোগী নারীর স্বামী পরলোকগমন করেন। এরপর থেকে ওই এই নারী ৮ ও ৪ বছর বয়সী দুই সন্তান নিয়ে কষ্টে দিন যাপন করছিলেন। এক পর্যায়ে খোকন ভৌমিক ওই নারীকে নানাভাবে উত্ত্যক্ত করতে শুরু করে। এক পর্যায়ে বিধবার অসহায়ত্বের সুযোগ নিয়ে তাঁর সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে সক্ষম হয়। গত বছরের ৭এপ্রিল কৌশলে ওই নারীর ঘরে গিয়ে তাঁকে ধর্ষণ করে খোকন। এ সময় ওই নারী চিৎকার করতে চাইলে সে তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দেয়। এরপর থেকে নিয়মিত ওই নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক চালিয়ে যেতে থাকে খোকন। কয়েক মাস আগে ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে খোকন তাঁকে বিয়ের আশ্বাস দিয়ে সময়ক্ষেপণ করতে থাকে। এক পর্যায়ে গর্ভের সন্তানের দায়িত্ব নিতে অস্বীকৃতি জানায়। স্থানীয়রা ঘটনা জানতে পেরে বিষয়টি মীমাংসার চেষ্টা চালায়। এ সময় খোকন এলাকা ছেড়ে পালিয়ে যায়। পরে সালিশে খোকনের পরিবার ঘটনা অস্বীকার করায় বিষয়টি সামাজিকভাবে নিষ্পত্তি করা সম্ভব হয়নি। পরে ভুক্তভোগী বাদী হয়ে ১৩ মার্চ হবিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি মামলা করেন। আদালত অভিযোগটি আমলে নিয়ে চুনারুঘাট থানাকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। এদিকে মামলা দায়েরের পর থেকে মামলা তুলে নিতে হুমকি দিচ্ছেন প্রভাবশালী আসামীরা। ভুক্তভোগী নারীর মা বলেন, খোকন তাঁর মেয়ের সর্বনাশ করেছে। তাঁর মেয়ে আত্মহত্যা করতে চেয়েছিল। এ কারণে তিনি সব সময় মেয়েকে পাহারা দিয়ে রেখেছেন। ভৌমিক সম্প্রদায়ের মুরব্বি ও খোকনের নিকটাত্মীয় যতীন্দ্র ভৌমিক বলেন, বিষয়টি সমাধানের জন্য তারা চেষ্টা করেছিলেন। সালিশের দিন খোকন উপস্থিত হয়নি। লালচান চাবাগানের সাবেক পঞ্চায়েত সভাপতি পিযুশ ভৌমিক বলেন,বিধবা নারীর অসহায়ত্বের সুযোগে খোকন ধর্ষণ করে গা ঢাকা দিয়েছে। আমরা তার দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করছি। লালচান চা বাগানের মহিলা পরিষদের সভাপতি ইতি রানী দেব জানান,বিষয়টি নিষ্পত্তির জন্য তারা খোকনের কাছে গিয়েছেন। খোকনসহ তার পরিবার উলটো তাদের হুমকি দিচ্ছে। লালচান চা বাগানের বাসিন্দা ও মহিলা পরিষদের লিগ্যাল এইড অফিসার ভবানী বাউরি বলেন,তারা বিষয়টি সমাধানের চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। তারা আলোচনার জন্য খোকনের বাড়িতে গেলে খোকনসহ তার ভাই তাদের হুমকি দিয়েছে। তারা এ বিষয়ে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন। শানখলা ইউনিয়নের চেয়ারম্যান অ্যাডভোকেট নজরুল ইসলাম বলেন,ঘটনাটি উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে মীমাংসা করার কথা ছিল। পরে ছেলে উপস্থিত না থাকায় বিচার হয়নি। খোকনের পরিবার ওই নারীর সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করলেও গর্ভের সন্তানের বিষয়টি অস্বীকার করছে। ভুক্তভোগী নারী বলেন, তাঁর স্বামী মারা যাওয়ার পর তিনি একটি বেসরকারি কোম্পানিতে চাকরি নেন। একটু কষ্ট হলেও দুই সন্তান নিয়ে সবকিছু সামলে নিচ্ছিলেন। খোকন ভৌমিক তাঁর অসহায়ত্ব ও সরলতার সুযোগ নিয়ে ধর্মের শপথ করে বিয়ের প্রতিশ্রুতিতে অবৈধভাবে মেলামেশা করে। তিনি এখন সাড়ে ৩ মাসের অন্তঃসত্ত্বা। খোকন যদি গর্ভের সন্তানকে অস্বীকার করে আর তাঁকে স্ত্রীর স্বীকৃতি না দেয় তাহলে মৃত্যু ছাড়া তাঁর আর কোনো পথ নেই। তিনি জানান,খোকনের ভাই লিটন সহ একটি প্রভাবশালীচক্র তাঁকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। খোকনের পরিবারের হুমকিতে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম জানান,কোর্ট থেকে তদন্তের জন্য মামলা থানায় এসেছে, একজন এসআইকে দেয়া হয়েছে । তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply