বরগুনায় অর্থবছরে কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় মাঠ দিবস পালিত
মল্লিক জামাল, বরগুনা জেলা প্রতিনিধিঃ
বরগুনায় ২০২৪–২৫ অর্থবছরে রবি মৌসুমে বরিশাল, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, বরগুনা, মাদারীপুর ও শরিয়তপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষক-কৃষানীদের নিয়ে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৪ টার দিকে বরগুনা সদর উপজেলার ৫নং আয়লা পাতাকাটা ইউনিয়নের পুরাকাটা গ্রামে কৃষক মোঃ পান্না মিয়ার বাড়িতে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় মাঠ দিবস অনুষ্ঠানে উপসহকারীকৃষি অফিসার মোঃ আব্দুর রহিম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোহাম্মদ নজরুল ইসলাম শিকদার, অতিরিক্ত পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরিশাল অঞ্চল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. আবু সৈয়দ মোঃ জোবায়ইদুল আলম, উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি, বরগুনা। এছাড়া ও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সানজিদা আরা শাওন, অতিরিক্ত উপপরিচালক মোঃ এস.এম বদরুল আলম। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাবিহা রহমানসহ মাঠ দিবসে উপস্থিত ছিলেন প্রায় একশতাধিক কৃষক-কৃষানীরা। এসময় প্রধান অতিথি ড. মোহাম্মদ নজরুল ইসলাম শিকদার কৃষকদের উদ্দেশ্যে বক্তব্য বলেন, আমাদের জমির ব্যবহার বাড়াতে হবে। এক ফসলি জমিকে দুই ফসলি করতে হবে। দুই ফসলি জমিকে তিন ফসলি করতে হবে। তিন ফসলি জমিকে চার ফসলি করতে হবে। এই দক্ষিণ অঞ্চলের পতিত জমি কে আবাদের আওতায় আনতে হবে।
Leave a Reply