ভলিবল ফেডারেশনে নতুন মুখ চুনারুঘাটের সাদ্দাম
সারোয়ার নেওয়াজ শামীম চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধিঃ
বাংলাদেশ ভলিবল ফেডারেশনের নবগঠিত এডহক কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছে বাংলাদেশ জাতীয় ভলিবল দলের সহ অধিনায়ক অব্দুল মমিন সাদ্দাম। তিনি চুনারুঘাট পৌরসভার প্রয়াত ইউপি সদস্য আবুল হোসেনের কনিষ্ঠ পুত্র।বাংলাদেশের ক্রিড়াঙ্গনকে ঢেলে সাজানোর জন্য তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত ভলিবল টুর্নামেন্ট আয়োজন করে ইতোমধ্যে তিনি ক্রিড়ামহলে স্থান করে নিয়েছেন। তিনি বলেন, ব্যক্তি ও জাতীয় চরিত্র গঠনে সুষ্ঠু প্রতিযোগিতামূলক খেলাধুলার কোনো বিকল্প নেই। বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে বিশ্বদরবারে পৌঁছে দিতে তিনি হবিগঞ্জ জেলা তথা দেশবাসীর সহযোগিতা কামনা করেছেন।
Leave a Reply