মাধবপুরে পবিত্র মিরাজের রাতে সৈয়দ শাহ নূর শাহ (রহঃ) মাজারে বাৎসরিক ওরস উদযাপন
সোহাগ মিয়া,মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ
পবিত্র শবে মেরাজের রজনীতে মাধবপুরে শাহজাহানপুর ইউ/পি’র অন্তর্ভুক্ত “সৈয়দ শাহ নূর শাহ (রহঃ)” মাজার শরীফের বাৎসরিক ওরস মোবারক উদযাপন হচ্ছে।সিলেটের বাদশা হযরত শাহজালাল (রহঃ) ইয়ামনির অন্যতম সফর সঙ্গী হযরত “সৈয়দ শাহ নুর শাহ (রহঃ)” এর বাৎসরিক ওরস ও পবিত্র শবে মিরাজের আনুষ্ঠানিকতা একসাথে উদযাপন করায় স্থানীয় বাসিন্দাদের কাছে এক অতুলনীয় সৌভাগ্যের বলে মন্তব্য করেছেন অনেকেই। এ ওরসের নিরাপত্তা নিশ্চিত করতে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্য ও ইউ/পি’র গ্রাম পুলিশরাও কঠোর নজরদারি রেখেছেন।
Leave a Reply