মুড়ারবন্দ ১২০ আউলিয়া দরবার শরীফের তিনদিন ব্যাপী বার্ষিক ওরস সম্পন্ন
সৈয়দ আখলাক উদ্দিন মনসুর শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধিঃ
হবিগঞ্জের চুনারুঘাটে প্রতি বছরের ন্যায় এবার ও সারাদেশ থেকে লক্ষাধিক আশেকান ভক্তবৃন্দ ও তরফ রাজ্যের বিভিন্ন সৈয়দ বাড়ির লোকজন আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার তরফ রাজ্যের ঐতিহ্যবাহী মুড়ারবন্দ ১২০ আউলিয়া দরবার শরীফের ৭০৪ তম তিনদিন ব্যাপী বার্ষিক পবিত্র ওরস শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে। এদিকে মুড়ারবন্দ ১২০ আউলিয়া দরবার শরীফের খাদেম গদ্দিনশীন পীরজাদা সৈয়দ মুরাদ আহমেদ চিশতী জানান, গত ১৪,১৫ ও ১৬ জানুয়ারি তিনদিন ব্যাপী ৭০৪ তম পবিত্র বার্ষিক ওরস উপলক্ষে ওরস কমিটির পরিচালনায় দিবারাত্রি এলাকার সেচ্ছাসেবী, গ্রাম পুলিশরা কঠোর নিরাপত্তা দিয়েছেন। এছাড়া উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন শান্তিপূর্ণ ভাবে নজরদারি রেখে ডিবি পুলিশ ও থানা পুলিশ কঠোর নিরাপত্তা দেওয়ায় আশেকান ভক্ত বৃন্দরা শান্তিপূর্ণ ভাবে পবিত্র বার্ষিক ওরস পালন করতে পারছে। মাজার শরীফ এলাকায় মেলায় বিভিন্ন পণ্য নিয়ে দোকান পাঠ, ফানি সার দোকান, শিশু-কিশোরদের চর্কি এবং কয়েকটি কাফেলা বসলেও কোনো ধরনের যায় ঝামেলা হয়নি। গত ১৪ জানুয়ারি ( মঙ্গলবার) ভোর সকালে মুড়ারবন্দ ১২০ আউলিয়া দরবার শরীফের শাহ সূফী আলহাজ্ব সৈয়দ সফিক আহমেদ চিশতী সফি নেতৃত্বে দরবার শরীফের খাদেম সহ আশেকান ভক্ত বৃন্দকে সাথে নিয়ে সিলেটে চিরনিদ্রায় শায়িত শাহ জালাল (রহঃ) এর ভাগনা প্রধান সেনাপতি হযরত সৈয়দ শাহ নাসির উদ্দিন সিপাহসালার মাদনী (রহঃ) এর পূর্ব-পশ্চিম রওজা শরীফে গিলাফ চড়ানো মধ্য দিয়ে পবিত্র বার্ষিক ওরসের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। ১৬ জানুয়ারি (বৃহস্পতিবার) রাতে রওজা গোসল শেষে বাদ এশার নামাজের পর মুড়ারবন্দ ১২০ আউলিয়া তরফ রাজ্যের প্রধান সেনাপতি হযরত সৈয়দ শাহ নাসির উদ্দিন সিপাহসালার মাদনী (রহঃ) এর উত্তরসূরী বংশধর ও চুনারুঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান এর সভাপতিত্বে ও মুড়ারবন্দ ১২০ আউলিয়া দরবার শরীফ বার্ষিক পবিত্র ওরস পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক এবং বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ রাজিব আহমেদ লিমন এর পরিচালনায় হযরত সৈয়দ শাহ নাসির উদ্দিন সিপাহসালার মাদনী (রহঃ) এর উওরসূরী বংশধরের বিভিন্ন সৈয়দ বাড়ির লোক জনকে নিয়ে মাজার জিয়ারত করে মুড়ারবন্দ ঈদগাহ মাঠে মিলাদ মাহফিল আয়োজন করে। উক্ত মিলাদ মাহফিলে নরপতি, লস্করপুর, দাউদ নগর, রামশ্রী, সুলতানশী, সুরাবই, খান্দুরা, পৈল, নুরপুর, মাছিহাতা, ইয়ালা, নাছিরপুর, নাসিরনগর, পইল, চন্দচড়ি, খালেঞ্জুড়া, ফকিরাবাদ, রিচি, ফান্দাউক, চারাভাঙা সহ বিভিন্ন সাহেব বাড়ি থেকে তিন শতাধিক লোক অংশ গ্রহন করেন। মিলাদ মাহফিলে দোয়া পরিচালনা করেন নরপতি হাবেলী সাহেব পীরজাদা সৈয়দ সাকিরুল হাসান। মিলাদ মাহফিলে সার্বিক সহযোগিতা করেন শ্রীকুটা শিল্পপতি জাপানি এম এ মালেক। পরে রাত ১২ টা ১ মিনিটে শেষ আখেরী মোনাজাতের মধ্য দিয়ে বার্ষিক পবিত্র ওরস সমাপ্ত হয়। উভয় দোয়া তাৎপর্যপূর্ণ এ আখেরী মোনাজাতের আত্মশুদ্ধি ও নিজ নিজ গুনাহ মাফের দুনিয়ার সবই মুসিবত থেকে রক্ষা জন্য ১২০ আউলিয়া দরবার শরীফে দু’হাত তুলে আল্লাহর দরবারে কান্নায় বুক ভাসান তারা উক্ত মুড়ারবন্দ দরবার শরীফে দুরোদ শরিফ মিলাদ মাহফিল করেন দরবারের পেশ ইমাম হাফেজ মাওলানা নিয়ামত আলী এবং আখেরী মোনাজাতে দোয়া পাঠ করেন মুড়ারবন্দ দরবার শরীফের মোতাওয়াল্লী শাহ সূফী আলহাজ্ব সৈয়দ সফিক আহমেদ চিশতী সফি।
Leave a Reply