সায়হাম গ্রুপের কম্বল পেল স্বৈরাচারের দোসররা বিএনপি নেতা কর্মীদের মধ্যে চাপা ক্ষোভ
চুনারুঘাট হবিগঞ্জ প্রতিনিধিঃ
চুনারুঘাট উপজেলার রানীগাঁও ইউনিয়নে সায়হাম গ্রুপের কম্বল স্বৈরাচারের দোসর হিসেবে পরিচিত আওয়ামী লীগের নেতা কর্মীদের মধ্যে বিতরন করা হয়েছে বলে অভিযোগ করেছেন স্হানীয় বিএনপি নেতা কর্মীরা এ ঘটনায় বিএনপি নেতা কর্মীদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। স্হায়ীয় সূত্রে জানা যায়, চুনারুঘাটে ও মাধবপুর উপজেলায় প্রতিবছর সায়হাম গ্রুপের পক্ষ থেকে দলীয় অসহায় ও নিবেদিত দরিদ্র বিএনপি নেতা কর্মীদের মাঝে শীতের কম্বল বিতরণ করা হয়। চুনারুঘাট উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে রানীগাও ইউনিয়ন বিএনপি’র সভাপতি সাবেক চেয়ারম্যান শফিকুর রহমান এর বিরুদ্ধে তার একক সিদ্ধান্তে অধিকাংশ শীতের কোমল আওয়ামী লীগ ধূসরদের মধ্যে বিতরণ করা হয় দাবি করেন বিএনপি স্থানীয় নেতাকর্মীরা তাদের দাবি দীর্ঘদিন কর্মীরা বিভিন্ন নির্যাতন শিকার হওয়ার পরও দলের সাথে রয়েছে এমন অনেক অসহায় গরিবদের বাদ দিয়ে শফিক চেয়ারম্যানের একক সিদ্ধান্তে স্বৈরাচারের দুসরদের মধ্যে কমল বিতরণ করা হয়। যেটি দলের নেতাকর্মীদের মাঝে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। রানীগাও ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কুতুব আলী জানান, নিজের ভোটের জন্য শফিক চেয়ারম্যান সাহেব দলের অসহায় দরিদ্র নেতাকর্মীদেরকে বাদ দিয়ে আওয়ামী লীগের সমর্থক ও কর্মীদের মাঝে সায়হাম গ্রুপের কমল বিতরণ করেছেন আমরা এর প্রতিবাদ করলে তিনি জানান আমার সামনে নির্বাচন রয়েছে শুধু দলের লোককে দিলে ত হবে না তাদেরকেও দিতে হবে। এ বিষয়ে ওয়ার্ড বিএনপির এক সভাপতি বলেন, শফিক চেয়ারম্যান সাহেব বিগত সময়ে নিজের পকেট কমিটি হিসেবে সারা ইউনিয়নে দলের ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে করেছেন একাধিক সদস্য তারপর ও আবার আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সায়হাম গ্রুপের কমল বিতরণ করেন। আমরা এর কোন প্রতিবাদ করলে তুচ্ছ তাচ্ছিল্য করেন এ কারণে আমরা প্রতিবাদ করতে পারি না। এ বিষয়ে শফিকুর রহমান বলেন, আমি ওয়ার্ড বিএনপি সভাপতি সাধারণ সম্পাদক কে নিয়ে এ কমল বিতরণ করেছি।
Leave a Reply