মোঃ জসিম মিয়া চুনারুঘাট (হবিগঞ্জ)
আবহমান গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য ও বিনোদনকে ধরে রাখার জন্য ২ দিন ব্যাপী খেলাধুলা ও বিজয় উৎসবের আয়োজন করতে যাচ্ছে কাচুয়া আদর্শ ক্লাব। ক্লাবটি আগামী ২০ ও ২১ ডিসেম্বর রোজ শুক্রবার ও শনিবার দক্ষিণ কাচুয়া মাঠ প্রাঙ্গনে সারাদিনব্যাপী খেলাধুলা ও বিনোদনমূলক আয়োজন করবে। এতে বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে বিবাহিত বনাম অবিবাহিত ফুটবল ম্যাচ, রশিটান, মুরুব্বিদের অংশগ্রহণে হাস ধরা প্রতিযোগিতা, তৈলাক্ত কলাগাছ বেয়ে উঠা সহ বিভিন্ন খেলাধুলার আয়োজন। প্রসঙ্গত ক্লাবটি গত ১৮ বছর ধরে গ্রামীণ ঐতিহ্যবাহী খেলা ও বিনোদনকে ধরে রাখার জন্যে প্রতিবছরই বিজয় উৎসব আয়োজন করে। এতে স্থানীয় মানুষদের উৎসবমুখর পরিবেশের পাশাপাশি একতা সাম্য ও সামাজিক ঐক্যের চর্চা করেন। এছাড়া উৎসবকে ঘিরে ক্লাবের সাবেক ও বর্তমান খেলোয়াড়দের বিনোদন ও মিলনমেলার এক বর্ণাঢ্য উপলক্ষ তৈরি হয়।
Leave a Reply