আই টিভি ডেস্ক
আওয়ামী সরকার পতনের পর অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়ের একটি চিঠি ভাইরাল হয়। রাজধানীর পূর্বাচলে জমি পেতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘মা’ সম্বোধন করে চিঠি লিখেছিলেন তিনি। আর চিঠি প্রকাশের পর বেশ বিতর্কের মুখে পড়েন জয়। জমি পেতে শেখ হাসিনাকে ‘মা’ সম্বোধন করার প্রসঙ্গে অভিনেতা বলেন, ‘আমার জমির প্রয়োজন আছে। তাই ড. ইউনূস স্যারকে বাবা ডাকতে হলেও ডাকবো। একটা জিনিস পাওয়ার জন্য বাবা, দাদা, মা ডাকা যায়। আর আমি আমার কাজের জন্য ভবিষ্যতেও ডাকবো। তিনি বলেন, ‘‘তবে হ্যাঁ, আমি তখনও বলেছি বিগত সরকার যেভাবে স্বৈরাচার হয়ে উঠেছিল আর তাদের পতনের জন্য যত লোক প্রাণদিয়েছে তা অনেক সেন্সেটিভ ইস্যু হয়ে গিয়েছে। আর ওই সকাররের প্রধানকে আমি মা বলেছি; সেটার জন্য আমি অনুতপ্ত।” এতোগুলো প্রাণ যিনি ঝরিয়েছেন তার জন্য কারও মমতা থাকতে পারে না বলেও মন্তব্য করেন জয়। এ সময় বিগত সরকারের বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ডের কঠোরে সমালোচনাও করেন আলোচিত এই অভিনেতা।
Leave a Reply