চুনারুঘাটের কৃতি সন্তান মুহাম্মদ আবদুল করিম শ্রমিক মজলিসের সভাপতি নির্বাচিত
মোঃ মাসুদ আলম,চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:
বিশিষ্ট শিক্ষণুরাগী,রাজনীতিবিদ ও সমাজ সেবক এবং চুনারুঘাট উপজেলার অতি পরিচিত মুখ প্রভাষক মুহাম্মদ আবদুল করিম আবারও জাতীয় ভিত্তিক শ্রমিক সংগঠন শ্রমিক মজলিসের কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হয়েছেন। তিনি খেলাফত মজলিসের কেন্দ্রীয় শ্রমবিষয়ক সম্পাদকের দায়িত্বও পালন করছেন। গতকাল ঢাকার পুরানা পল্টনে ট্রাস্ট মিলনায়তনে শ্রমিক মজলিসের কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়। সারাদেশ থেকে আগত কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে মুহাম্মদ আবদুল করিম পুনরায় সভাপতি নির্বাচিত হন। শুধু শ্রমিক মজলিসই নয়, মুহাম্মদ আবদুল করিম জাতীয় ভিত্তিক ২২টি শ্রমিক সংগঠনের সম্মিলিত জোট সম্মিলিত শ্রমিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় সমন্বয়কের গুরুদায়িত্বও পালন করছেন। এই অর্জনে চুনারুঘাট উপজেলাবাসী আনন্দিত এবং গর্বিত। মুহাম্মদ আবদুল করিম তার প্রতিক্রিয়ায় চুনারুঘাট উপজেলাবাসীর কাছে দোয়া চেয়েছেন, যাতে তিনি শ্রমিকদের অধিকার আদায়ে আরও জোরালো ভূমিকা রাখতে পারেন। উল্লেখ্য, মুহাম্মদ আবদুল করিম দীর্ঘদিন ধরে শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করছেন এবং বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডের সাথে জড়িত। তার এই পুনর্নির্বাচন শ্রমিকদের স্বার্থ রক্ষায় নতুন উদ্দীপনা যোগাবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।
Leave a Reply