মোঃ রাহিজুল ইসলাম কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রাম জেলা শাখার বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন শাখার দ্বি বার্ষিক সম্মেলন সাকাল ১০ ঘটিকায় কুড়িগ্রাম আলিয়া মাদরাসা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে শহর ও বিভিন্ন ইউনিয়নের শ্রমিক নেতা কর্মীদের অংশ গ্রহণে কানায় কানায় পূর্ণ হয়। উক্ত অনুষ্ঠানে এ্যাডঃ ইয়াছিন আলী সরকার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ সভাপতি ও অঞ্চল পরিচালক, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জনাব গোলাম রব্বানী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন শ্রমিকেরা কাজ না করলে ধনীব্যাক্তিরা অচল হয়ে যাবে শ্রমিকরা সমাজের মূল চালিকা শক্তি তাই শ্রমিকরা অমূল্য। বিগত সরকারের সময় শ্রমিকের উপর অনেক জুলুম করা হয়েছে ন্যাজ্য অধিকার দেয়া হয়নি। বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন ইনসাফ ভিত্তিক ইসালামী সংগঠন তাই সংগঠন যারা করে তারা রাসুল (সাঃ) জীবনাদর্শ বুকে ধারন করে। আপনারা অন্য শ্রমিক ভাইয়ের নেশা, ধুমপান বাজে দিক গুলো না দেখে তাদের বুকে টেনে নিয়ে কুরআন হাদিস সম্পর্কে জানতে হবে নামাজ পড়ার জন্য দাওয়াত দিতে হবে। তিনি আরও বলেন আজকে যারা কমিটিতে দায়িত্ব পেলেন আপনারা ধৈর্য ও নিজেদের ইলেম দিয়ে দায়িত্বশীল অনুগত্যের সাথে কর্তব্য পালন করবেন এই প্রত্যাসা করি। অনুষ্ঠানে আতাউর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল মতিন ফারুকী প্রধান উপদেষ্টা, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, কুড়িগ্রাম জেলা শাখা আর ও উপস্থিত ছিলেন অধ্যাপক আবুল হাসেম বাদল সহকারী পরিচালক বাংলাদেশ শ্রমিককল্যাণ ফেডারেশন, রংপুর-দিনাজপুর, অঞ্চল মোঃ মনিরুজ্জামান জুয়েল সহকারী পরিচালক বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রংপুর -দিনাজপুর অঞ্চল উক্ত সম্মেলনে কুড়িগ্রাম জেলা শাখার ২৫-২৬ সেশনের পুনরায় সভাপতি হিসাবে এ্যাডঃ ইয়াছিন আলী সরকার,সহ-সভাপতি মাওলানা রফিকুল ইসলাম ও মাওলানা সেকেন্দার আলী, সাধারণ সম্পাদক আতাউর রহমান সহ ৩৫ সদস্যের কমিটির নাম ঘোষণা ও শপথ বাক্য পাঠ করানো হয়।
Leave a Reply