সৈয়দ আখলাক উদ্দিন মনসুর শায়েস্তাগঞ্জ ( হবিগঞ্জ ) প্রতিনিধিঃ
বৈষম্যবিরোধী ছাত্র – জনতা আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ ডিসেম্বর ) দুপুরে শায়েস্তাগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় এর আয়োজনে অত্র বিদ্যালয়ের অডিটোরিয়ামে বিদ্যালয়ে পাঁচশতাধিক শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক সদস্যদের উপস্থিতিতে বৈষম্য বিরোধী ছাত্র – জনতা আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে এক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় সভার শুরুতেই শহীদ ও আহতদের স্মরণে সকলে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করেন। এর পরে পবিত্র কুরআন থেকে তেলওয়াত মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। সহকারী প্রধান শিক্ষক জালাল আহাম্মদ এর পরিচালনায় জুলাই গণঅভ্যুত্থান ঘটনা প্রবাহ স্মৃতি চারণ করে এবং বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণ সভায় বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের শিক্ষক হালিমা খাতুন, আলী হায়দার সেলিম, সজল বরণ ব্রাক্ষচারী, শামীমা আক্তার, হেলেন আক্তার, মোহাম্মদ সোয়েব, বদরুন্নেছা খাতুন, দেব যানী ধর বর্ষা, লিটন চন্দ্র পাল, মুর্শেদা আক্তার আনচারী, দিপালী বেগম, নুসরাত জাহান, আজহারুল হোসাইন, তাসলিমা আক্তার, আজিজুর রহমান লিটন, মরিয়ম আক্তার তামান্না , নন্দিতা রায়, জামাল মিয়া, অঞ্জনা রানী দত্ত প্রমুখ। শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবিদুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অত্র বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য ( ম্যানেজিং কমিটি সদস্য) সাংবাদিক সৈয়দ আখলাক উদ্দিন মনসুর। বক্তারা বলেন , হাজারো ছাত্র – জনতার জীবনের বিনিময়ে আমরা একটা স্বাধীন বাংলাদেশ অর্জন করেছি। এই আন্দোলন করতে গিয়ে হাজার হাজার ছাত্র – জনতা শহীদ ও আহত পঙ্গু হয়েছেন। তাই তাদের জীবন আর রক্ত বৃথা যেতে দেব না। মুক্ত বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ যেন আঁকড়ে না ধরে সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। তবুও খুনিদের আর বাংলার মাটিতে জায়গা দেওয়া হবে না। সভা শেষ ছাত্র – জনতা শহীদ ও আহতদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন অত্র বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মীর ইখলাছুর রহমান।
Leave a Reply