বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০১:৫৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাধবপুরে রাজখালে মাত্রাতিরিক্ত বিষাক্ত পদার্থ, ল্যাবের রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য রংপুর সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন সাদিয়া আক্তার ঝুমা আ.লীগ ১৭বছর বাংলাদেশকে লুটপাট করেছে ও বিএনপি’র উপর নির্যাতন নিপীড়ন করেছে- শাম্মী আক্তার মৎস্য অফিস, নৌ পুলিশ ও কোস্টগার্ড ম্যানেজ করে নিষিদ্ধ বেহুন্দি জালে চিড়িংসহ মাছের পোনা নিধন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ  সাত্তালিয়া একতা ইসলামী যুব সংঘ’র উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল ও হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত কুড়িগ্রাম কলেজ মাঠ পরিদর্শনে জামায়াতের সহকারী সেক্রেটারি দুই যাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ৪ সিএনজি চালকের বিরুদ্ধে-গ্রেপ্তার- ১ মুড়ারবন্দ ১২০ আউলিয়া দরবার শরীফের তিনদিন ব্যাপী বার্ষিক ওরস সম্পন্ন ৩০ লক্ষাধিক টাকার আর্থিক দুর্নীতির অভিযোগ তদন্তে প্রমাণিত: প্রধান শিক্ষক শফিকুল ইসলামের বিরুদ্ধে
পটিয়ায় সংবাদ সম্মেলনে অভিযোগ, বড়ভাই কর্তৃক ছোট ভাইকে হত্যার হুমকি

পটিয়ায় সংবাদ সম্মেলনে অভিযোগ, বড়ভাই কর্তৃক ছোট ভাইকে হত্যার হুমকি

পটিয়া ( চট্টগ্রাম) প্রতিনিধি:

বসতভিটা দখলের উদ্দেশ্যে পটিয়ায় বড়ভাই কর্তৃক ছোটভাইকে হত্যার পরিকল্পনা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। পটিয়ায় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বড়ভাই মোহাম্মদ আলীর বিরুদ্ধে ছোটভাই শওকত ওসমান লেদু এ অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শওকত ওসমান জানান পটিয়া উপজেলার উত্তর হাইদগাঁও কাজী পাড়া এলাকায় শওকত ওসমান লেদুর মেঝু ভাই মোহাম্মদ আলী তার ক্রয়কৃত ও মৌরশী ভূমি বিক্রয় করে বসত ভিটা থেকে বিচ্ছিন্ন হয়ে দীর্ঘদিন ধরে ভাড়া বাসায় অবস্থান করে। দীর্ঘ ১৫ বছর ভাড়া বাসায় থাকলে ভাইয়ের প্রতি সহানুভুতি দেখিয়ে মেঝু ভাইয়ের দুই ছেলের নামে শওকত ওসমান দেড় শতক ভুমি দানপত্র করে দেন। কিন্তু উক্ত জায়গা মোহাম্মদ আলী স্থানীয় হারুনুর রশিদের নামে এয়াজনামা করে দেয়। এওয়াজনামায় প্রাপ্ত জায়গায় হারুনুর রশিদ বাউন্ডারী ওয়াল দিয়ে গৃহনির্মান করে ১৫ বছর ধরে বসবাস করে আসছিল। এ অবস্থায় শওকতের অবশিষ্ট জায়গা দখলের উদ্দেশ্যে মোহাম্মদ আলীকে শওকত আলীর বিরুদ্ধে লেলিয়ে দেয়। এ ছাড়া গত ২১ নভেম্বর শওকতের বসতভিটার টিনের বেরা ভেঙ্গে ফেলে শওকতকে হত্যা করার জন্য জিম্মি করে রাখে। শওকত ওসমান পুলিশ হেল্প লাইন ৯৯৯ কল দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শওকত ওসমানকে উদ্ধার করে। শওকত ওসমান জানান, বর্তমানে মোহাম্মদ আলী হারুনুর রশিদ ও শফিকুল ইসলাম সহ তারা সবাই গত ২৩ নভেম্বর তাকে হত্যা করবে বলে প্রকাশ্যে হুমকি দেয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শওকতের স্ত্রী রাজিয়া বেগম, মেয়ে নিলু আকতার, লাভলী আকতার, ছেলে সরোয়ার ওসমান টিপু। এ ব্যাপারে মোহাম্মদ আলী থেকে জানতে চাইলে তিনি বলেন, শওকত ওসমান থানায় অভিযোগ দিলেও পুলিশের ডাকে আমরা হাজির হয়েছি, কিন্তু শওকত ওসমান হাজির হয়নি। সে স্থানীয় শালিস বিচার মানেনা। শালিসী বৈঠকে সে উপস্থিত থাকেনা। হত্যা পরিকল্পনার বিষয়টি সত্য নয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2024 ITOnline24
Design & Developed BY ThemesBazar.Com