মোঃ জামাল হোসেন লিটন চুনারুঘাট (হবিগঞ্জ)
হবিগঞ্জের চুনারুঘাটে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে রাজু মিয়া (৫০) নামে এক ব্যবসায়ি খুন হয়েছে। বৃহস্পতিবার সকালে এ চুনারুঘাট উপজেলার ভারতীয় সীমান্তবর্তী গ্রাম হাপটারহাওরে এ ঘটনা ঘটে। এলাকার লোকজন জানান, ওই গ্রামের রাজু মিয়ার সাথে র্দীঘ দিন ধরে একই গ্রামের তার ভাতিজা তুতা মিয়ার ছেলে হাছন মিয়া (৩৫) সাথে জমিজমা নিয়ে বিরোধ ছলে আসছিল। বৃহস্পতিবার সকাল ৯ টায় রাজু মিয়ার বসত বিটায় হাছন মিয়ার লোকজন নিয়ে হামলা চালায়। হামলায় রাজু মিয়া গুরতর আহত হলে, প্রথমে তাকে চুনারুঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। পরে তার অবস্থার অবনতি হলে রাজু মিয়াকে সিলেট এম,এ,জি উসমানি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি দুপুর ১ টায় মারা যায়। চুনারুঘাট থানার ওসি (তদন্ত) মোঃ কবির হোসেন জানান, খবর পেয়ে তিনি ঘটনা স্থল পরিদর্শন করেছেন। তিনি বলেছেন, জমিজমা সক্রান্ত বিরোধের জেরেই এ খুনের ঘটনা ঘটতে পারে। তবে তদন্তে সব বেরিয়ে আসবে।
Leave a Reply