আলাউদ্দিন চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধিঃ
চুনারুঘাট উপজেলার পৌর জামায়াতের ২০২৫-২৬ সেশনের জন্য কমিটি গঠন। ১৮ নভেম্বর রোজ সোমবার সন্ধ্যা ৬ ঘটিকায় উপজেলা জামায়াতের দলীয় কার্যালয়ে জুবায়ের আহমদ এর পরিচালনায় উপজেলা জামায়াতের সেক্রেটারি মীর সাহেব আলীর সভাপতিত্বে পৌরসভার ৯ টি ওয়ার্ডের নেতাকর্মীদের নিয়ে জাঁকজমকপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাওলানা ইদ্রিস আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হাঃ ফুয়াদ হাসান, অর্থসম্পাদক এস এম নোমান, উপজেলা জামায়াতের কর্মপরিষদ এর সদস্য মাওলানা শেখ রায়হান উদ্দিন হবিগঞ্জী, ১০ নং মিরাশি ইউনিয়ন এর সভাপতি আব্দুল মনাফ মুহরী, শফিকুল ইসলাম সহ প্রমূখ। সকল অতিথিদের আলোচনার পর প্রধান অতিথির মাধ্যমে পৌর কমিটির সভাপতি এবং সেক্রেটারির নাম ঘোষণা করা হয়। নতুন সভাপতি ও সেক্রেটারি এবং সকল অতিথির সাথে পরামর্শ করে ১১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটির নাম ঘোষণা করেন। ঘোষণা পত্রে যাদের নাম এসেছে সভাপতি মো. মহিবুর রহমান মাছুম, সহ সভাপতি হাঃ জুবায়ের আহমদ, সহসভাপতি সিদ্দিকুর রহমান, সহ সভাপতি হাঃ চৌধুরী মুহাম্মাদ আলী জিন্নাহ, সেক্রেটারি মো. জাহাঙ্গীর আলম, সহকারী সেক্রেটারি নুরে আলম হাবিবি, বায়তুল মাল সম্পাদক আব্দুল হাই আল মামুন, সহ বায়তুলমাল সম্পাদক গোলাম কিবরিয়া, মিডিয়া ও প্রচার সম্পাদক মোহাম্মদ সুমন, আইন বিষয়ক সম্পাদক মো. আব্দুল কাদির, হাঃ মাছুম কে ওলামা বিষয়ক সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়। উক্ত অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য বলেন জামায়াতে ইসলামীর নেতৃত্বে যারাই আসেন তারা টেন্ডারবাজি, চাঁদাবাজির জন্য আসেনা মানবতার মুক্তির মহানায়ক হিসেবে কাজ করার জন্য আসেন। জামায়াত কে যদি বাংলাদেশের জনগণ ক্ষমতার আসনে বসায় তাহলে বাংলাদেশ হতে সকল প্রকার দুর্নীতি ও চাঁদাবাজদের কে বিতাড়িত করা হবে। সর্বশেষ সভাপতির বক্তব্যর পরে সভার সমাপ্তি ঘোষণা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মীর সাহেব আলী।
Leave a Reply