মোঃ রাহিজুল ইসলাম (কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দুই আওয়ামী লীগ নেতাকে আটক করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়ন ৩নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আফতাব মন্ডল (৬০) ও ৭ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক আজিজুল হক রাজু (৪৭)। রোববার আটকদের কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, শনিবার দিবাগত রাতে ভুরুঙ্গামারী থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে উপজেলার খামার আন্ধারীঝাড় গ্রামের শাহা আলী মন্ডলের ছেলে আফতাব আলী মন্ডল এবং বীর ধাউরার কুটি গ্রামের ছবী উল্লাহর ছেলে আজিজুল হক রাজুকে নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে। ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গত ৪ আগস্ট ভুরুঙ্গামারীতে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় করা মামলায় তাদের আটক করে রোববার কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে।
Leave a Reply