ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক বিশাল র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির নেতা কর্মীরা বিভিন্ন স্লোগানসহ প্ল্যাকার্ড হাতে নিয়ে এতে অংশ গ্রহণ করে।
শুক্রবার বিকালে ভূরুঙ্গামারী সিনিয়র মাদ্রাসা থেকে একটি র্যালি বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ভুরুঙ্গামারী বাস স্ট্যান্ডে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য অনুধাবন করে দেশে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে হবে। দেশনেত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের নামে দায়েরকৃত সকল মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করে তারেক রহমানকে দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে।
এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ কে এম ফরিদুল হক শাহিন শিকদার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম ইয়াসিন, জয়মনিরহাট ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ, প্রভাষক শহিদুল ইসলাম, রফিকুল হাসান রঞ্জু প্রমুখ।
মোঃরাহিজুল ইসলাম
০১৬১৩০১০২৬৯
Leave a Reply