চুনারুঘাটে ঝুঁকিপূর্ণ রাজার বাজার ব্রিজ, ভারী যান চলাচল বন্ধের নির্দেশ
মোঃ মাসুদ আলম চুনারুঘাট, হবিগঞ্জ প্রতিনিধি:
চুনারুঘাটের রাজার বাজার ব্রিজটি ঝুঁকিপূর্ণ হওয়ায় বালু ও মাটি বহনকারী ভারী যানবাহন চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। গত ২১ আগস্ট ২০২৪ তারিখে ভারত থেকে নেমে আসা বন্যায় খোয়াই নদীর দুটি সেতুর পিলারের মাটি সরে গিয়ে ব্রিজটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। কর্তৃপক্ষ সাইনবোর্ড লাগিয়ে ভারী যানবাহন চলাচল বন্ধের নির্দেশ দিলেও তা উপেক্ষা করে প্রতিনিয়ত ভারী যানবাহন চলাচল করছে। চুনারুঘাটের পূর্বাঞ্চলের যোগাযোগের অন্যতম মাধ্যম এই দুটি সেতু। এর মধ্যে বেইলি সেতু দিয়ে মিরপুর, সুন্দরপুর, শ্রীমঙ্গল, সিলেট, গাজীগঞ্জ, রাণীগাঁও, নালমুখ বাজার, গাতাবলা বাজার, ভোলারজুম বাজার, বড়জুস, রেমা, কালেঙ্গাসহ বিভিন্ন স্থানে যাতায়াত করা যায়। অন্যদিকে, রাজার বাজার পাকা ব্রিজ দিয়ে বাসুল্লা, আলীনগর, রেমা চা বাগান, বড় আব্দা, নালমুখ বাজারসহ বিভিন্ন এলাকায় যাতায়াত করা হয়। রাজার বাজার পাকা ব্রিজটি বেশি ঝুঁকিপূর্ণ হওয়ায় ছাত্রসহ এলাকাবাসী বালুর গাড়ি ও ভারী যানবাহন চলাচল বন্ধের দাবিতে বিভিন্ন সময়ে মানববন্ধন করেছেন। বুধবার (২ এপ্রিল) উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিন মিয়া, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহবুব আলম মাহবুব এবং অফিসার ইনচার্জ নুর আলম সরেজমিনে পরিদর্শন করে বলেন, এ ব্যাপারে প্রশাসন কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। একইসঙ্গে, স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে ব্রিজটি রক্ষা করার অনুরোধ জানান তারা। ব্রিজটির বর্তমান অবস্থা:
পিলারের মাটি সরে যাওয়ায় ব্রিজটি দুর্বল হয়ে পড়েছে। কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা সত্ত্বেও ভারী যানবাহন চলাচল অব্যাহত রয়েছে। স্থানীয়রা দুর্ঘটনার আশঙ্কা করছেন। প্রশাসনের পদক্ষেপ: উপজেলা প্রশাসন ভারী যানবাহন চলাচল বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে।
স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে ব্রিজটি রক্ষার উদ্যোগ নেওয়া হবে।
Leave a Reply