মাধবপুরের নোয়াপাড়া বাজারে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
সোহাগ মিয়া, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ
মাধবপুরে নোয়াপাড়া বাজারে পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর মূল্য স্থিতিশীল ও সহনীয় পর্যায়ে রাখতে বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মজিবুল ইসলাম। রবিবার (২মার্চ) বেলা ১টায় উপজেলার নোয়াপাড়া বাজারে এ অভিযান চালানো হয়। অভিযানে মূল্য তালিকা না থাকা, অতিরিক্ত মূল্য রাখা ও উত্তীর্ণ খাদ্যদ্রব্য বিক্রি করাসহ বিভিন্ন অনিয়মের জন্য মোবাইল কোর্টের মাধ্যমে ৪জনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারায় মোট ১৫০০০/- অর্থ দন্ডে দন্ডিত করা হয়। মূল্যতালিকা যথাযথ স্থানে প্রদর্শন ও ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়ের জন্য ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানানো হয়। পাশাপাশি পায়ে হেঁটে চলাচলের রাস্তায় মালামাল রেখে প্রতিবন্ধকতা তৈরী না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়। উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মজিবুল ইসলাম বলেন, পবিত্র রমজান মাস উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে উপজেলা প্রশাসনের বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে (৪) চারটি প্রতিষ্ঠান কে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। এসময় মাধবপুর থানার পুলিশের টীম সহযোগিতা করেন।
Leave a Reply