হবিগঞ্জ গ্যাসফিল্ডে দ্বিতীয় দিনের কর্মবিরতি তে আউটসোর্সিং কর্মচারীরা
সোহাগ মিয়া, মাধবপুর প্রতিনিধিঃ
বাংলাদেশ গ্যাসফিল্ড এমপ্লয়িজ ইউনিয়নের ডাকে অনির্দিষ্টকালের জন্য দ্বিতীয় দিনের কর্ম বিরতিতে রয়েছেন আউটসোর্সিং কর্মচারীরা। পেট্রোবাংলার আওতাধীন ১৩টি কোম্পানির শ্রমিকরা একযোগে আন্দোলন চালিয়ে যাচ্ছে। বেতন-ভাতা বৃদ্ধির দাবীতে কর্মবিরতি পালন করছেন শ্রমিকরা। সোমবার সকালে কর্মস্থলে না গিয়ে হবিগঞ্জ গ্যাসফিল্ডের প্রধান ফটকের বাহিরে অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করেছেন শ্রমিকরা। দাবী আদায় না হলে এই আন্দোলন চালিয়ে যাবে বলে জানান আন্দোলনরত শ্রমিকরা। ঠিকাদারী প্রতিষ্ঠান আল-আরাফা প্রাঃ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক বেলায়েত হুসেইন শ্রমিকদের ন্যায্য বেতন না দিয়ে ওইসব শ্রমিকদের সাথে বেতন বৈষম্য করে আসছে। অধিকাংশ শ্রমিকরা বলেন, এ বিষয়ে প্রতিবাদ করলেই শ্রমিকদের ভাগ্যে জুটে নানা দুর্ভোগ, দুর্দশা। শ্রমিকদের আন্দোলনের প্রতি কোনো কর্ণপাত করছেন না কর্তৃপক্ষ। আন্দোলনরত শ্রমিকরা জানান, আলোচনার মাধ্যমেই সবকিছুর সমাধান আসতে পারে। সকলেই পেট্রোবাংলা চেয়ারম্যান এর সু-দৃষ্টি কামনা করেছেন।
Leave a Reply