মাধবপুরে সায়হাম গ্রুপের সৌজন্যে বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেলেন তিন হাজার মানুষ
সোহাগ মিয়া, মাধবপুর প্রতিনিধিঃ
হবিগঞ্জের মাধবপুর উপজেলার সৈয়দ সঈদ উদ্দিন হাইস্কুল এন্ড কলেজে সায়হাম গ্রুপের সৌজন্যে ও সার্বিক সহযোগিতায় এবং জাতীয় অন্ধ কল্যাণ সমিতি মৌলভীবাজার শাখার উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১ টায় উপজেলার নোয়াপাড়ায় সৈয়দ সঈদ উদ্দিন হাইস্কুল এন্ড কলেজ মাঠে মাধবপুর উপজেলা পরিষদ এর সাবেক চেয়ারম্যান এস এফ এ এম শাহজাহান এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জাহিদ বিন কাশেম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ ইমরুল হাসান, সায়হাম গ্রুপের পরিচালক সৈয়দ একে এম সেলিম, জাতীয় অন্ধ কল্যাণ সমিতির আউটডোর সুপারভাইজার আব্দুল মান্নান। এছাড়াও বক্তব্য রাখেন মাধবপুর পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান মানিক, নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ সোহেল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইউ/পি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, সহ সভাপতি মোঃ আরজু মিয়া, মাধবপুর পৌর বিএনপির সভাপতি গোলাপ খান, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, জগদীশপুর জেসি হাইস্কুল এর সাবেক প্রধান শিক্ষক আজগর আলী, সাংবাদিক রোকন উদ্দিন লস্কর, তোফাজ্জল হোসেন চৌধুরী, কায়েস আহমদ সালমান, গউস, আলমগীর কবির প্রমূখ। বক্তব্যে সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান বলেন, সায়হাম গ্রুপ ১৯৮৭ সাল হতে লায়ন্স ক্লাবের মাধ্যমে এই চক্ষু চিকিৎসা শিবির কার্যক্রম শুরু করে দীর্ঘ এই দিনে প্রায় ৮০ হাজার রোগীর চিকিৎসা হয় এবং চোখে ছানী পড়া ৮ হাজার রোগীর চিকিৎসা হয়। মাধবপুর আশপাশের ৬ টি উপজেলার চোখের রোগীরা চিকিৎসা সেবা পাচ্ছেন।সামনের দিনে বিশেষজ্ঞ ডাক্তাদের নিয়ে চিকিৎসা মেলার আয়োজন করব। তিনি আরও বলেন, সায়হাম গ্রুপ সামাজিক কর্মকান্ড সহ মানুষের মৌলিক অধিকার শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, বাসস্থান ও চিকিৎসা সেবা মূলক সকল কাজে সায়হাম গ্রুপের কার্যক্রম চলমান থাকবে।
Leave a Reply