চুনারুঘাটে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে খেলাফত মজলিসের মতবিনিময়
আই টিভি ডেস্ক
চুনারুঘাটে খেলাফত মজলিসের কেন্দ্রীয় শ্রমবিষয়ক সম্পাদক প্রভাষক মুহাম্মদ আব্দুল করিম সমসাময়িক বিষয় নিয়ে চুনারুঘাটে কর্মরত সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন। (৩০ জানুয়ারি) বৃহস্পতিবার চুনারুঘাট দক্ষিণ বাজার ফিজ্জা কিং বিডিতে উক্ত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময়ে প্রভাষক মুহাম্মদ আবদুল করিম বলেন চুনারুঘাটে বিভিন্ন সমস্যায় জর্জরিত সাড়ে চার লাখ মানুষ। খোয়াই নদীর ব্রীজে যানযট, বৈধতার নামে অবৈধভাবে বালু উত্তোলনে অতিষ্ঠ জনজীবন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার সংকট সহ চুনারুঘাটের সমসাময়িক বিষয় গুলো সংবাদকর্মীদের সাথে মত বিনিময়কালে তুলে ধরেন। খেলাফত মজলিস চুনারুঘাট পৌর শাখা সভাপতি হাফেজ আব্দুল কাইয়ূমের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন চুনারুঘাট প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরী, সাবেক সভাপতি আলহাজ্ব কামরুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি মহিদ আহমদ চৌধুরী, সহ সভাপতি ইসমাইল হোসেন বাচ্চু, সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান, রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, সমকাল প্রতিনিধি নূর উদ্দিন সুমন, সংগ্রাম প্রতিনিধি শেখ মোঃ হারুনূর রশিদ, আজকের হবিগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ আলী জিন্নাহ চৌধুরী, আই টিভি প্রতিনিধি মোঃ মাসুদ আলম, জবাব দিহি প্রতিনিধি নোমান আহমেদ, মানবাধিকার প্রতিদিন প্রতিনিধি মাস্টার ফজল মিয়া তরফদার, উপজেলা খেলাফত মজলিসের সহ সভাপতি হাফেজ আবিদ রহমান সহ খেলাফত মজলিসের স্থানীয় নেতৃবৃন্দ।
Leave a Reply