চুনারুঘাটে টিউবওয়েলের পানি শুকিয়ে যাওয়ায় পানিশূন্যতা: জনজীবন বিপর্যস্ত
আই টিভি ডেস্ক
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নদী নালা খাল বিল শুকিয়ে গেছে। এছাড়া পানি উঠছে না টিউবয়েলে। এমনকি কোন কোন গ্রামে ভূগর্ভস্থ পানির স্তর বেশি নিচে নেমে যাওয়ায় পাম্পের মাধ্যমেও পানি তোলা সম্ভব হচ্ছে না। নদী নালা খাল বিল শুকিয়ে যাওয়ায় বোরো জমিতে সেচের জন্য তোলা হচ্ছে ভুগর্ভস্থ পানি। হবিগঞ্জ জেলার ৯টি উপজেলায় ৩ হাজার ৩৬৮টি সেচ প্রকল্পে বিদ্যুৎ সংযোগ দিয়েছে পল্লী বিদ্যুৎ সমিতি। যার মধ্যে ৩ হাজারের অধিক প্রকল্পে পানি উঠছে মাটির নিচ থেকে। স্থানীয়রা বলেন, বিভিন্ন হাওরে গ্রামের কৃষি জমিতে বসানো শক্তিশালী সেচ প্রকল্পগুলো ভুগর্ভস্থ পানি টেনে নিচ্ছে। যে কারণে গ্রামের নলকুপগুলোতে পানি ওঠছে না। চুনারুঘাট উপজেলার হরিহরপুর গ্রামের নুরুল ইসলাম বলেন, আমাদের এলাকায় খোয়াই নদী থাকার সত্বেও গ্রামের চারপাশে অনেকগুলো সেচপ্রকল্প বসানো হয়েছে। এগুলো মাটির নিচ থেকে পানি টেনে নেয়ায় গ্রামের টিউবওয়েল গুলোতে পানি উঠছে না। চুনারুঘাট উপজেলার কাচুয়া গ্রামের জসিম উদ্দিন বলেন, গ্রামের কোন টিউবওয়েলেই পানি ওঠে না। কয়েক বছর পর হয়তো আর পানিই মিলত না। এ বিষয়ে আই টিভি প্রতিনিধি মুঠো ফোনে যোগাযোগ করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিন মিয়া জানান, চুনারুঘাট তো এমনিতেই উঁচু এলাকা লেয়ার নিচে নেমে যায় এজন্য পানির সমস্যা, যারা টিউবয়েল বসাচ্ছে তারা যে লেয়ারে পানি পাওয়া যায় সেই লেয়ারে বসালেই হয়।
Leave a Reply