সাত্তালিয়া একতা ইসলামী যুব সংঘ’র উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল ও হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত
জসিম উদ্দিন চুনারুঘাট হবিগঞ্জ প্রতিনিধিঃ
হবিগঞ্জের চুনারুঘাটে সাত্তালিয়া একতা ইসলামী যুব সংগঠনের উদ্যোগে ২ দিন ব্যাপী ১০ তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল ও ৪র্থ বার্ষিক হিফজুল কোরআন প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ১৭ (জানুয়ারি) শুক্রবার সাত্তালিয়া একতা ইসলামী যুব সংঘ’র উদ্যোগে দিনব্যাপী সাত্তালিয়া জামে মসজিদ মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। হিফজুল কোরআন প্রতিযোগিতায় সমগ্র বাংলাদেশে উন্মুক্ত বিভিন্ন এলাকা থেকে ৩২ টি মাদ্রাসার হাফেজে কোরআন ছাত্ররা তেলাওয়াতের প্রতিযোগিতায় অংশ নেন। প্রতিযোগিতায় যথাক্রমে ৫ পারা, ১০ পারা, ২০ পারা এবং ৩০ পারা গ্রুপে ১০২ জন প্রতিযোগীর অংশগ্রহনে তাজবীদুল ক্বোরআন মাদরাসা কালিকচ্ছ,বি-বাড়ীয়ার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ ক্বারী আফজাল খাঁন প্রধান বিচারক ও সহযোগী ৪ জন বিচারকদের বিচার কার্যের মাধ্যমে সম্পন্ন হয়। পরে সেরা ২০ জনের মধ্য ১ম পুরস্কার ২০ হাজার টাকা, ২য় পুরস্কার ১৫ হাজার টাকা, ৩য় পুরস্কার ১০ হাজার টাকা এবং ৪র্থ থেকে ১০ম পর্যন্ত ১০০০ টাকা, ১১ থেকে ২০ পর্যন্ত ৫০০ টাকা সম্মানী ও অংশ গ্ৰহনকারী সকলকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পুরস্কার বিতরণ করে কোরআন প্রতিযোগিতা সমাপ্তি হয়। এ সময় বিচারকগন, সংঘঠনের সদস্যবৃন্দ, ওলামায়ে কেরামগনসহ বিভিন্ন মাদ্রাসার হাফেজগণ উপস্থিত ছিলেন। ২য় দিন ১৮ (জানুয়ারী) শনিবার বাদ আসর থেকে সারারাত ব্যাপী তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে, মাহফিলে প্রধান অতিথি মাওলানা হাফেজ ক্বারী আব্দুর রহিম আল মাদানী ঢাকা , প্রধান আকর্ষণ মাওলানা হাফেজ ক্বারী শুয়াইব আহমেদ আশরাফী ঢাকা , বিশেষ অতিথি মুফতি শরিফুজ্জামান রাজিবপুরী নেত্রকোনা ,বিশেষ আকর্ষণ মুফতি সাঈদ আহমেদ (কলরব) ঢাকা , বয়ান পেশ করেন মাওলানা মোহাম্মদ আলী সাহেব চুনারুঘাট, মাওলানা সাঈদ আল নোমান কুমিল্লা, মাওলানা লুৎফুর রহমান, মাওলানা আজিজুর রহমান। প্রধান অতিথির আখেরী মোনাজাতের মধ্যে দিয়ে মাহফিল সমাপ্তি হয়।
Leave a Reply