আমার দেশের নব অভিযাত্রা উপলক্ষে
চুমারুঘাট পাঠক ফোরামের আলোচনা সভা অনুষ্ঠিত
মোহাম্মদ সুমন চুনারুঘাট (হবিগঞ্জ)
বাংলাদেশের আলোচিত জাতীয় পত্রিকা ‘দৈনিক আমার দেশ’র নব অভিযাত্রা উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে আমার দেশ পাঠক ফোরাম চুনারুঘাট। ফোরামের সভাপতি মাস্টার আব্দুল ওয়াদুদ খান এর সভাপতিত্বে এবং চুনারুঘাট প্রেসক্লাবের সদস্য মোঃ মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ লিয়াকত হাসান। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চুনারুঘাট উপজেলা আমীর মাওলানা ইদ্রিস আলী, বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মীর সিরাজ, চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি জামাল হোসেন লিটন, সাবেক সভাপতি আলহাজ্ব কামরুল ইসলাম, সাবেক সভাপতি অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি মুহিত আহমদ চৌধুরী, সহ সভাপতি ইসমাইল হোসেন বাচ্চু, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সৈয়দ আবু নাইম হালিম, ডিসিপি হাইস্কুলের সিনিয়র শিক্ষক এমদাদুল হক চৌধুরী, ডাঃ আব্দুল কাদির, চুনারুঘাট প্রেসক্লাবের সদস্য মোহাম্মদ সুমন, মোঃ মাসুদ আলম নোমান মিয়াসহ অন্যান্যরা। বক্তারা বাংলাদেশের গণমানুষের পক্ষে ‘দৈনিক আমার দেশ’র কঠোর অবস্থান এবং পত্রিকাটির সম্পাদক মাহমুদুর রহমানের সাহসী ভূমিকার কথা স্মরণ করে বলেন -বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে সত্য উদঘাটন করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের কারণেই আমার দেশ পত্রিকাটি তাদের রোষানলে পড়ে বন্ধ হয়ে যায়। বিচারের নামে সম্পাদক মাহমুদুর রহমানকে বিভিন্নভাবে হয়রানি এবং আক্রমণ করা হয়। কিন্তু এতোকিছুর পরেও মাহমুদুর রহমান মাথা নত করেননি। উল্লেখ্য, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের বিচারকার্য চলাকালে সাবেক বিচারক বিচারপতি নিজামুল হক নাসিম এবং ব্রাসেলসে একজন আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ আহমেদ জিয়াউদ্দিনের মধ্যে কথাবার্তার বিবরণ ২০১২ সালের ৯ ডিসেম্বর ঢাকার দৈনিক আমার দেশ পত্রিকায় প্রকাশিত হয়। রিপোর্টটি লিখেছিলেন অলিউল্লাহ্ নোমান। ঐ রিপোর্ট প্রকাশের পর থেকে তিনি আর পত্রিকা অফিস থেকে আর বের হননি এবং পরে কোনমতে বিমানের টিকেট করে তিনি লন্ডন চলে আসতে বাধ্য হন। এরই সূত্র ধরে ২০১৩ সালের ১১ এপ্রিল পত্রিকাটি বন্ধ করে দেয় তৎকালীন ফ্যাসিস্ট সরকার। জুলাই-আগস্টের বিপ্লব পরবর্তী সময়ে দীর্ঘ ১১ বছের পর ২২ ডিসেম্বর নব অভিযাত্রায় আবারও প্রকাশনা চালু করে পাঠক নন্দিত ‘দৈনিক আমার দেশ।
Leave a Reply