সরকারি রাস্তা কেটে খাল খনন করে ফসল নষ্ট, চুনারুঘাটে উত্তেজনা
চুনারুঘাট, (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ৮নং সাটিয়াজুরী ইউনিয়ন পরিষদের অন্তর্গত আলাপুর গ্রামের করাঙ্গী নদীর ব্রীজ থেকে সোনাজুড়া গ্রামের মোঃ আলী হোসেনের বাড়ি পর্যন্ত প্রায় অর্ধ কিলোমিটার সরকারি রাস্তা কেটে খাল খনন করে ফসল ও গাছপালা নষ্ট করার অভিযোগ উঠেছে একদল দুষ্কৃতিকারীর বিরুদ্ধে। জানা যায়,চানভাঙ্গা-শ্রীবাড়ী সরকারি রাস্তার পাশে আলাপুর গ্রামের অভিযোগকারী মোঃ সবুজ মিয়া এবং তার আত্মীয়-স্বজনের ফসলি জমি ও গাছপালা রয়েছে। এসব ফসলাদি রক্ষায় তারা পালাক্রমে পাহারা দিচ্ছিলেন। গত ২০ আগস্ট ২০২৪, মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১টায় একদল লোক দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে উল্লেখিত স্থানে জড়ো হয়। পাহারারত অবস্থায় মোঃ ইদ্রিছ আলী ও মোঃ সফিক মিয়া নামে দুজন বিবাদীদেরকে সেখানে জড়ো হওয়ার কারণ জিজ্ঞাসা করলে তারা উত্তেজিত হয়ে অশ্লীল ভাষায় গালাগালি করে এবং আব্দুল হক নামে এক ব্যক্তির নির্দেশে কোদাল দিয়ে সরকারি রাস্তা কেটে খাল খনন শুরু করে। অভিযোগকারী মোঃ সবুজ মিয়া বাধা দিতে গেলে বিবাদীরা তাদেরকে খুন করার হুমকি দেয়। তাদের চিৎকারে মোঃ সিরাজ আলী, মোঃ আলী হোসেন, মোঃ ওয়াহিদ আলী, মোঃ ছিদ্দিক আলী, এবং মোঃ সোহেল মিয়া সহ স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে তাদেরকে রক্ষা করেন। এ সময় বিবাদীরা উপস্থিত লোকজনের সামনে অভিযোগকারী মোঃ সবুজ মিয়া এবং তাদের পরিবারের সদস্যদের খুন করার হুমকি প্রদান করে। বিবাদীরা সরকারি রাস্তা কেটে খাল খনন করে এবং ছড়ার পানি ছেড়ে দিয়ে বিভিন্ন জাতের ফসল বিনষ্ট করে প্রায় ৫-৬ লক্ষ টাকার ক্ষতি সাধন করেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ঘটনার পরপরই ভুক্তভোগীরা স্থানীয় চেয়ারম্যান, মেম্বারসহ গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি অবহিত করেন। স্থানীয় চেয়ারম্যান আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়ে একটি প্রত্যয়নপত্রও দিয়েছেন। ভুক্তভোগীরা এই বিষয়ে দ্রুত তদন্ত সাপেক্ষে বিবাদীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।
Leave a Reply