মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে বাকপ্রতিবন্ধী যুবক আরিফ নিখোঁজ, ১ মাস ৮ দিনেও সন্ধান নেই খোয়াই নদীতে বিষ মিশাচ্ছে চুনারুঘাট পৌরসভা! বেলি সেতুর ভাঙা রেলিং যেন দুর্ঘটনার ফাঁদ চুনারুঘাটে জমি সংক্রান্ত বিরোধের জেরে দোকান ভাঙচুর ও হামলার অভিযোগ চুনারুঘাটে গৃহবধূর বসতবাড়িতে সন্ত্রাসী হামলা লুটপাট, রক্তাক্ত জখম ও নবজাতকের মৃত্যু চুনারুঘাটে রক্তক্ষয়ী সংঘর্ষ,কুদ্দুস মিয়া মাস্টার আদালতে আত্মসমর্পণ,জামিন নামঞ্জুর ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর চুনারুঘাট জোনে ৫০ লক্ষ টাকার বীমা দাবি পরিশোধ ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন চুনারুঘাট থানার মো: নুর আলম সরকারি রাস্তা কেটে খাল খনন করে ফসল নষ্ট, চুনারুঘাটে উত্তেজনা ছাত্র আন্দোলনের হামলার ঘটনায় যুবলীগ নেতা খেলু মিয়া গ্রেফতার চুনারুঘাটে কালিশিরি গ্রামে প্রবাসী পরিবারের জমি দখলের অভিযোগে সায়েদ আলী ও রোকেয়া গ্রেপ্তার,পলাতক হান্নান ও ইউনুস
চুনারুঘাটে প্রতারণার শিকার ব্যবসায়ীর মোটরসাইকেল চুরি

চুনারুঘাটে প্রতারণার শিকার ব্যবসায়ীর মোটরসাইকেল চুরি

চুনারুঘাটে প্রতারণার শিকার ব্যবসায়ীর মোটরসাইকেল চুরি

চুনারুঘাট, (হবিগঞ্জ) প্রতিনিধি:

​হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় এক ব্যবসায়ী তার মোটরসাইকেল চুরির অভিযোগ করেছেন। অভিযোগ অনুযায়ী, এক আত্মীয়ের প্রতারণার মাধ্যমে তার মোটরসাইকেল চুরি হয় এবং পরবর্তীতে সেটি উদ্ধার হয়। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তি এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন এবং মোটরসাইকেলের কাগজপত্র ফেরত দেওয়ার নামে টাকা দাবি করছেন বলে অভিযোগ উঠেছে। ​চুনারুঘাটের শানখলা ইউনিয়নের দেউন্দি বস্তির বাসিন্দা মোঃ রোমান আহমদ (৩৮) জানান, তার নিজ নামে নিবন্ধিত একটি বাজাজ পালসার ১৫০ সিসি মোটরসাইকেল (রেজি: হবিগঞ্জ-ল-১১-১৪০৩) গত ২২ জুলাই বিকেলে চুরি হয়ে যায়। ওইদিন তার ছোট ভাই মোঃ রাসেল আহমেদ মোটরসাইকেলটি নিয়ে লস্করপুর চা-বাগানে যান। সেখানে থাকাকালীন অভিযুক্ত মোঃ সাদ্দাম মিয়া (৩৪) রাসেলকে ফোন করে চান্দপুর বাগান থেকে বদরগাজী যাওয়ার জন্য অনুরোধ করেন। রাসেল তাকে সহযোগিতা করতে গেলে, সাদ্দাম মিয়া বেগমখান চা-বাগানে গাড়ি থামাতে বলেন। এবং জরুরি কাজে একজনের সঙ্গে দেখা করার অজুহাতে মোটরসাইকেলটি নিয়ে চলে যান।
​রাত ১১:৪৫টা পর্যন্ত সাদ্দাম মিয়ার খোঁজ না পেয়ে রাসেল পরিবারের সদস্যদের সঙ্গে খোঁজাখুঁজি শুরু করেন। পরদিন (২৩ জুলাই) রাত ৯টায় দেওরগাছের একটি ধানখেতে মোটরসাইকেলটি ভাঙাচোরা ও যন্ত্রাংশ খোলা অবস্থায় পাওয়া যায়। তবে গাড়ির রেজিস্ট্রেশনসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র উদ্ধার করা যায়নি।
​রোমান আহমদ অভিযোগ করেন, সাদ্দাম মিয়া তাকে ফোন করে গাড়ির কাগজপত্র ফেরত দেওয়ার নামে ১০ হাজার টাকা দাবি করেছেন। এছাড়াও, সাদ্দাম মিয়া স্থানীয় দুই সাক্ষী মোঃ আজিজুর রহমান জসিম ও মোঃ সুজন মিয়াকে হুমকি দিয়েছেন বলে জানা গেছে। রোমান দাবি করেন, সাদ্দাম মিয়ার বিরুদ্ধে এর আগেও একাধিক মোটরসাইকেল চুরির অভিযোগ রয়েছে, কিন্তু তিনি বরাবরই আইনের হাত থেকে রেহাই পেয়েছেন। ​এই ঘটনাটি স্থানীয়ভাবে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। এলাকাবাসী অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তাদের মতে, সাদ্দাম মিয়ার এমন কার্যকলাপ আগেও দেখা গেছে, কিন্তু প্রভাবশালী হওয়ায় কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ​চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, এ ঘটনায় জড়িত অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। তিনি নিশ্চিত করেছেন যে, অভিযোগটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ​রোমান আহমদ প্রশাসনের কাছে তার বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি, তিনি ও তার পরিবারের সদস্যরা হুমকির শিকার হওয়ায় নিজেদের নিরাপত্তার জন্যও আবেদন করেছেন। ​হবিগঞ্জের চুনারুঘাটে এ ধরনের ঘটনা নতুন না হলেও, প্রতিকার না পাওয়ায় সাধারণ মানুষ উদ্বিগ্ন। প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ এবং অভিযুক্তকে বিচারের আওতায় আনা এখন সকলের দাবি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2024 ITOnline24
Design & Developed BY ThemesBazar.Com