শায়েস্তাগঞ্জে হত্যাকাণ্ডের আসামি রাসেল মিয়া গ্রেফতার
মোঃ মাসুদ আলম চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধিঃ
হবিগঞ্জ জেলার আজমেরীগঞ্জ থেকে শায়েস্তাগঞ্জ উপজেলার জুলাই মাসের ছাত্র নির্যাতনের মামলার অন্যতম আসামি রাসেল মিয়াকে গ্রেফতার করা হয়েছে। ১৯ মার্চ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ক্যাপ্টেন আরাফি তাজওয়ার আমিন (১৩ ইবি মাধবপুর আর্মি ক্যাম্প) এর নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রাসেল মিয়া পিতা: মোঃ রজব আলী, গ্রাম: উলুকান্দি, থানা: চুনারুঘাট, জেলা: হবিগঞ্জ) বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম হামলাকারী এবং চুনারুঘাট থানার ০৮ নং মামলার ৩৬ নাম্বার পলাতক আসামি। রাসেল মিয়ার রাজনৈতিক ও সামাজিক পরিচয়: সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক, চুনারুঘাট উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি-হিসাব বিজ্ঞান বিভাগ, বৃন্দাবন কলেজ ছাত্রলীগ সভাপতি-উলুকান্দি মাতৃছায়া যুব সংঘ (টাইগার ক্লাব) ভূমি উপ-সহকারী কর্মকর্তা, শায়েস্তাগঞ্জ ইউনিয়ন ভূমি অফিস (বর্তমানে আজমেরীগঞ্জ জলসুখা ইউনিয়ন ভুমি অফিসে কর্মরত) পুলিশ সূত্রে জানা যায়, ৫ আগস্ট মামলার আসামি হওয়ার পর থেকে রাসেল মিয়া প্রায় ২১০ দিন পলাতক ছিলেন। এ সময় তিনি শায়েস্তাগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত ছিলেন। প্রশাসনের নজর এড়াতে তিনি জানুয়ারি মাসে আজমেরীগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে বদলি হন। উল্লেখ্য, গ্রেফতারকৃত রাসেল মিয়ার সাথে হবিগঞ্জ ৩ আসনের সাবেক সংসদ সদস্য মোঃ আবু জাহিরের ছবি রয়েছে। এছাড়াও, রাসেল মিয়ার বাবা মোঃ রজব আলী শায়েস্তাগঞ্জ থানার ৪ নং মামলার ২ নম্বর আসামি। গ্রেফতারের পর রাসেল মিয়াকে চুনারুঘাট থানার ডিউটি অফিসার এসআই সপনের কাছে হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply