ডাঃ মহিউদ্দিন উচ্চ বিদ্যালয়ে’ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
সোহাগ মিয়া, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ
মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের মানিকপুর গ্রামে ডাঃ মহিউদ্দিন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৯ জানুয়ারী) দুপুরে বিদ্যালয়ের শহিদ মিনারের সামনে মঞ্চে বিদ্যালয়ের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হুমায়ুন কবির এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার রোকসানা পারভিন।এর আগে সহকারী শিক্ষক ইকবাল হোসেন এর সঞ্চালনায় শিক্ষার্থী খালেদা আক্তার এর কন্ঠে কোরআন তেলাওয়াত ও পূজা রানী শীলের গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। দ্বিতীয় অধিবেশনে শিক্ষার্থী মরিয়ম আক্তার তন্নী ও নুসরাত জাহান সাবা’র উপস্থাপনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মহিউদ্দিন উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ মোজাম্মেল হায়দার। এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মোঃ বাবুল হোসেন, মোঃ রফিকুল ইসলাম, মোছাঃ মনোয়ারা বেগম, অন্নপূর্ণা গুপ্তা, মোছাঃ তাহমিনা বেগম, মোছাঃ নাজনীন বেগম, মোঃ ইউনুস, নরেশ চন্দ্র, মোঃ কবিরুল ইসলাম, মোঃ সারোয়ার আলম, মোঃ ইকবাল হোসেন প্রমূখ।
Leave a Reply