চুনারুঘাটে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন সেনাপ্রধান
আই টিভি ডেস্ক
হবিগঞ্জের চুনারুঘাটে শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সোমবার (৬ জানুয়ারি) বিকেলে চুনারুঘাটের নরপতি গ্রামে শীতকালীন মহড়া, শীতবস্ত্র বিতরণ ও মেডিক্যাল ক্যাম্প পরিদর্শন করেন তিনি। কনকনে শীতে ঠাণ্ডা নিবারণে শীতবস্ত্র, চিকিৎসা ও বিনা মূল্যে ওষুধ পেয়ে বেশ আনন্দিত উপকারভোগীরা।
সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জানান, প্রতিবছরের ন্যায় এ বছরও শীত মৌসুমে দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন জনসেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করছে সেনাবাহিনী।এরই ধারাবাহিকতায় সিলেট অঞ্চলের বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ, মেডিক্যাল ক্যাম্পেইন ও বিনা মূল্যে ওষুধপত্র বিতরণ এবং ভেটেনারি ক্যাম্পেইন চলমান রয়েছে। আগামীতেও এ ধরনের জনসেবামূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে। এ সময় সেনাবাহিনীর উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Leave a Reply