চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের তাউসি মৌজার দেড় একর জমিতে ঘাস নিধনের বিষাক্ত স্প্রে মেশিন দিয়ে জালিয়ে দিল তাউসি গ্রামের আকল মিয়ার আধা পাকা ধান। স্থানীয় কাপুড়িয়া গ্রামের মৃত মদরিছ চৌধুরীর ছেলে সামসু মিয়া (২৭) পূর্ব শত্রুতার জেরে তার চাচা ওয়াহেদ চৌধুরীর নির্দেশে ১১ নভেম্বর সোমবার রাত ৮ ঘটিকায় ঘাস নিধনের বিষাক্ত স্প্রে দিয়ে জমি থেকে পালিয় যেতে দেখতে পান জমির মালিক আকল মিয়া। পরে আকল মিয়া বিষয়টি এলাকার গন্যমান্য ব্যক্তি ও স্থানীয় জনপ্রতিনিধিদের অবগত করেন। এক পর্যায়ে স্থানীয় মুরুব্বী ও জনপ্রতিনিধিরা বিষয়টি নিস্পত্তি করতে চাইলে সামসু ও ওয়াহেদ চৌধুরী অসম্মতি প্রকাশ করেন। শেষ উপায়ন্তর না পেয়ে ভুক্তভোগী আকল মিয়া ওয়াহেদ চৌধুরী ও সামসু মিয়ার বিরুদ্ধে চুনারুঘাট থানায় মামলা দায়ের করেন। মামলা নং ১৩ তারিখ ১৩/১১/২০২৪। জমির মালিক আকল মিয়া জানান তার দলিলকৃত তাউসি মৌজার ২০৫ খতিয়ানের ২৯ শতক আমন ভূমি ও এর পার্শবর্তী ৭২ শতক বন্ধকী জমির আধা পাকা ধান ছিল। আকল মিয়া আই টিভি প্রতিনিধিকে জানান আমার কি দোষ ছিল আমি তার কোন ক্ষতি করিনি আমি এখন কিভাবে ভাত খাব। আমি এর বিচার চাই। এ ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান এজাজ ঠাকুর বলেন ইতি পূর্বে সামসু মিয়া আরো কয়েকবার ধানের বীজতলা ও খেতের ধান বিষাক্ত স্প্রে দ্বারা নষ্ট করছে। সে শালিস বিচার মানতে রাজিনা। চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নজরুল ইসলাম বলেন আসামী ওয়াহেদ ও সামসুকে গ্রেফতার করে আদালতে প্রেরন করেছি। মামলার পূর্ন তদন্ত করে আদালতে চুড়ান্ত প্রতিবেদন দেয়া হবে।
Leave a Reply