চুনারুঘাট সিএনজি শ্রমিক সমিতির নির্বাচন কমিশন গঠিত: ৯ আগস্ট ভোটগ্রহণ
মোঃ মাসুদ আলম,চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:
চুনারুঘাট উপজেলা সিএনজি মালিক ও শ্রমিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে তিন সদস্য বিশিষ্ট একটি নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। সমিতির সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয় এবং সমিতির প্রধান উপদেষ্টা ও চুনারুঘাট পৌরসভার সাবেক মেয়র নাজিম উদ্দীন সামছু তা অনুমোদন করেন। নবগঠিত কমিশনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ মোঃ ফারুক উদ্দিন চৌধুরী। অপর দুই নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সেবা ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মোঃ কামরুল ইসলাম এবং প্রেসক্লাবের সহ-সভাপতি ও ইকরা টেকনিক্যাল ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ ইসমাইল হোসেন বাচ্চু। পরে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক যৌথ স্বাক্ষরে একটি পত্রের মাধ্যমে নির্বাচনের যাবতীয় দায়িত্ব নবগঠিত নির্বাচন কমিশনের হাতে হস্তান্তর করেন। উল্লেখ্য, আগামী ৯ আগস্ট সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে মোট ১,২৯৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
Leave a Reply