চুনারুঘাটে জেল ফেরত কুখ্যাত গাছ চোরের তান্ডব, পাহারাদারকে মারধর করে গাছ লুট
আখলাক উদ্দিন মনসুর,চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধিঃ
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দেউন্দি চা বাগানে ফের তান্ডব চালিয়েছে জেল ফেরত কুখ্যাত গাছ চোর ও মাদক ব্যবসায়ী আজমান মিয়া। জেল থেকে ছাড়া পেয়েই গত বুধবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ১০টায় দেউন্দি চা বাগানের ১০ নম্বর সেকশনে হানা দিয়ে চারজন পাহারাদারকে মারধর করে প্রায় ৫০ হাজার টাকার গাছ কেটে লুটে নিয়েছে তার দল। চা বাগান পাহারাদার ও শ্রমিক সূত্রে জানা যায়, চুনারুঘাট উপজেলার পাইকপাড়া ইউনিয়নের বদরগাজী গ্রামের আব্দুল মতিনের ছেলে এবং চা বাগান ও রঘুনন্দন পাহাড়ের কুখ্যাত গাছ চোর ও মাদক ব্যবসায়ী আজমান মিয়া (৩২) এবং একই ইউনিয়নের কাঠালবাড়ি গ্রামের বিশ উল্লাহর ছেলে কুখ্যাত গাছ চোর শামসুল হাইয়ের নেতৃত্বে একদল দুর্বৃত্ত রাতে অন্ধকারে ধারালো অস্ত্র নিয়ে দেউন্দি চা বাগানে প্রবেশ করে বেশ কয়েকটি মূল্যবান বড় গাছ কেটে ফেলে। তারা করাত দিয়ে গাছগুলো টুকরো টুকরো করে ফেলে রাখে।
বাগানের পাহারাদার রমজান মিয়া, আক্কাস মিয়া, এংরাজ মিয়া ও আবু মিয়া গাছ কাটার শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে গেলে দেখতে পান কুখ্যাত গাছ চোর আজমান মিয়া ও শামসুল হাইসহ তাদের দল রিক্সা ও ঠেলাগাড়িতে করে কাটা গাছগুলো নিয়ে যাচ্ছে। পাহারাদাররা তাদের আটকাতে গেলে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে এবং ধস্তাধস্তির সৃষ্টি হয়। একপর্যায়ে গাছের কয়েকটি টুকরো ফেলে রেখে তারা পালিয়ে যায়। এর আগেও এই সংঘবদ্ধ দলটি বাগান থেকে প্রায় ৩০ হাজার টাকার গাছ লুট করে নিয়ে গেছে বলে জানা যায়। পালিয়ে যাওয়ার সময় দুর্বৃত্তরা পাহারাদারদের মারধর করে। পাহারাদারদের চিৎকারে বাগানের শত শত শ্রমিক ছুটে এসে তাদেরকে অজ্ঞান অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখে। পরে শ্রমিকরা আহত পাহারাদারদের উদ্ধার করে বাগানের হাসপাতালে ভর্তি করে। উল্লেখ্য, কুখ্যাত গাছ চোর আজমান মিয়া ও তার দলভুক্ত একই ইউনিয়নের পূর্ব পাকুড়িয়া গ্রামের আফসর উদ্দিনের ছেলে দুলাল মিয়া (২২) গত ২০২৪ সালের ২৩ এপ্রিল ভোর ৫টায় দেউন্দি চা বাগানের রঘুনন্দন ফাঁড়ি বাগানে গাছ চুরি করতে গিয়ে পাহারাদারদের হাতে ধরা পড়েছিল। ওই ঘটনায় রঘুনন্দন ফাঁড়ি বাগানের সহকারী ব্যবস্থাপক শরীফ আলী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ আজমান মিয়া ও দুলাল মিয়াকে জেল হাজতে প্রেরণ করে। তবে গত ফেব্রুয়ারি মাসে জেল থেকে বেরিয়ে এসে আজমান মিয়া ফের দেউন্দি চা বাগানের ছায়া বৃক্ষ নিধন শুরু করেছে বলে অভিযোগ উঠেছে। বাগান সূত্রে আরও জানা যায়, আজমান মিয়া বিভিন্ন এলাকা থেকে চোর-ডাকাত চক্র এনে চা বাগান ও রঘুনন্দন পাহাড়ের গাছ কেটে বিভিন্ন করাত কল ও ফার্নিচারের দোকানে বিক্রি করে আসছে।
Leave a Reply