চুনারুঘাটে গাছ কাটা নিয়ে বিরোধে ভাইয়ের হাতে ভাই খুন, আটক ১
মোঃ মাসুদ আলম, চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ৪নং পাইকপাড়া ইউনিয়নের দৌলত খা আবাদ গ্রামে গতকাল বুধবার (১৬ এপ্রিল) বিকেলে গাছ কাটা নিয়ে বিরোধের জের ধরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছেন। নিহত রুয়েল মিয়া (৩০) ওই গ্রামের মৃত আকবর মিয়ার বড় ছেলে। এ ঘটনায় অভিযুক্ত ছোট ভাই জসিম মিয়াকে (২৫) আটক করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বিকাল ৫টার দিকে রুয়েল মিয়া ও জসিম মিয়ার মধ্যে বাড়ির একটি গাছ কাটা নিয়ে কথা কাটাকাটি ও ঝগড়া শুরু হয়। ঝগড়ার এক পর্যায়ে জসিম তার হাতে থাকা লাঠি দিয়ে রুয়েলের ঘাড়ে আঘাত করলে তিনি অচেতন হয়ে পড়েন। আহত রুয়েলকে তাৎক্ষণিকভাবে তার আত্মীয় স্বজনরা উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের পরামর্শ দেন। পরে রুয়েলকে সিলেট নূরজাহান ক্লিনিকে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। খবর পেয়ে চুনারুঘাট থানার এস আই রিপটন পুরকায়স্ত, এস আই সজল চন্দ্র পাল, এ এস আই সালাহ উদ্দিন ও এ এস আই নূরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত জসিম মিয়াকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে চুনারুঘাট থানার এস আই সজল চন্দ্র পাল জানান, এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। তিনি আরও জানান, এই রিপোর্ট লেখা পর্যন্ত নিহত রুয়েলের লাশ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ভাইয়ের হাতে ভাই খুনের এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা এমন মর্মান্তিক ঘটনায় হতবাক ও স্তম্ভিত।
Leave a Reply