হবিগঞ্জে গাজা ও মদসহ মাদক ব্যবসায়ী আটক
মোঃ মাসুদ আলম (হবিগঞ্জ) প্রতিনিধিঃ
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় আজ ভোরে সেনাবাহিনী ও র্যাবের যৌথ অভিযানে বিপুল পরিমাণ গাজা ও মদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। ১২ এপ্রিল, আনুমানিক রাত ৩টার দিকে আর্মি ইন্টেলিজেন্স এবং র্যাব ইন্টেলিজেন্সের গোপন তথ্যের ভিত্তিতে মাধবপুর আর্মি ক্যাম্পের টহল অফিসারের নেতৃত্বে সেনাবাহিনী এবং র্যাব-৯ এর একটি যৌথ দল মাধবপুর উপজেলার সুয়াইব গ্রামে অভিযান চালায়। অভিযানে কবির (২৭) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয় যৌথ বাহিনী। আটককৃত কবিরের পিতার নাম জাকির হোসেন এবং তার গ্রাম সুয়াবই, থানা মাধবপুর, জেলা হবিগঞ্জ। এ সময় মাদক ব্যবসায়ীর কাছ থেকে ৪০ কেজি গাজা এবং ৫০ পিস ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে আটককৃত মাদক ব্যবসায়ী এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য মাধবপুর থানার ডিউটি অফিসার এএসআই আতিকের নিকট হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয় জনগণ মাদকবিরোধী এই অভিযানকে স্বাগত জানিয়েছে।
Leave a Reply