গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে চুনারুঘাটে ইসলামী ফ্রন্টে বিক্ষোভ মিছিল সমাবেশ
এস এম সুলতান খান চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধিঃ
বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনা চুনারুঘাট উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্টিত হয়। গতকাল ৯ এপ্রিল বুধবার বাদ আছর উপজেলা সভাপতি মাওলানা মোঃ ইয়াকুত মিয়ার সভাপতিত্বে ও সেক্রেটারী মোঃ শফিকুল ইসলাম তালুকদার দুলাল এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব জননেতা মাওলানা আলী মোহাম্মদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা আহলে সুন্নাত ওয়াল জামাত সভাপতি ও ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় নেতা অধ্যাপক মাওলানা শহিদুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য মাওলানা মুফতি মুসলিম খান, যুবসেনা কেন্দ্রীয় নেতা কাউসার আহমদ রুবেল, উপজেলা আহলে সুন্নাত সভাপতি আলহাজ্ব আব্দুল জাহির মেম্বার, মাওলানা শেখ মোশাহিদ আলী, পৌর ইসলামী ফ্রন্টের সভাপতি অধ্যাপক মাওলানা আব্দুস সালাম, সাংবাদিক এস এম সুলতান খান মেম্বার, মোঃ মোশাহিদুল ইসলাম, হাজী আব্দুল খালেক, এনাম চৌধুরী, উপজেলা যুবসেনা সভাপতি আজিজ ইকবাল, হাফেজ জাহিদুল ইসলাম, ছাত্রসেনা সভাপতি হাফেজ নোমান আহমদ, হাফেজ শামসুল ইসলাম জাকি, মৌলানা মুজিবুর রহমান, জুনাইদ আহমেদ ও আমিনুল ইসলাম এমরান প্রমূখ। সমাবেশে নেতৃবৃন্দ বলেন, গাজায় ইসরায়েলি বাহিনীর নৃশংসতা মানবতার বিরুদ্ধে একটি চরম অপরাধ। নিরপরাধ নারী, শিশু ও সাধারণ মানুষকে হত্যা করে ফিলিস্তিনি জনগণের ওপর যে দমন-পীড়ন চালানো হচ্ছে, তা কোনো ভাবেই মেনে নেওয়া যায় না। তারা অবিলম্বে গাজায় চলমান গণহত্যা বন্ধের দাবি জানান এবং ওআইসি, আরব লীগ, ইসলামপন্থী বিশ্বনেতাসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান। বক্তারা আরও বলেন, ফিলিস্তিনিদের ন্যায্য অধিকার আদায়ে বিশ্বব্যাপী যে হরতাল ও প্রতিবাদ কর্মসূচি পালিত হচ্ছে, বাংলাদেশের জনগণও তার সঙ্গে একাত্মতা প্রকাশ করছে।
Leave a Reply